ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মনবুকাগাশো বৃত্তি পেলেন শেকৃবি শিক্ষক দেবু ভট্টাচার্য

প্রকাশিত: ০৫:১৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মনবুকাগাশো বৃত্তি পেলেন শেকৃবি শিক্ষক দেবু ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার ॥ জাপান সরকারের ‘মনবুকাগাশো শিক্ষাবৃত্তি-২০১৭’ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবু কুমার ভট্টাচার্য্য। কৃষি গবেষণার সঙ্গে যুক্ত তরুণ এই সহকারী অধ্যাপক আগামী তিন বছরের জন্য জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ে বায়োমাস কেমেস্ট্রির উপর পিএইচডি করতে যাচ্ছেন। দেশে ফিরে কৃষির সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে থাকার ইচ্ছে রয়েছে তার।
×