ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ান হেলথ্ বাংলাদেশের নবম সম্মেলন ১৭ ও ১৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ওয়ান হেলথ্ বাংলাদেশের নবম সম্মেলন ১৭ ও ১৮ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য সেক্টরের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কর্মসূচীসমূহের অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ওয়ান হেলথ বাংলাদেশের নবম সম্মেলন। রাজধানীর হোটেল র‌্যাডিসনে আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে স্বাস্থ্যসেবার সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা এবং তাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানীগণ বিষয়গুলোর ওপর গবেষণাপত্র উপস্থাপন করবেন। এ পর্যন্ত প্রায় ৫০০ জন সম্মেলনে যোগ দেয়ার জন্য নিবন্ধন করেছেন। বিজ্ঞানীরা গবেষণাপত্রের সার-সংক্ষেপ জমা দিয়েছেন। মানব স্বাস্থ্যনির্ভর করে প্রাণীর স্বাস্থ্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশের ওপর। এ ধারণাটি এখন বিশ্বব্যাপী এক স্বাস্থ্য (ওয়ান হেলথ) নামে পরিচিত। ২০০৭ সাল থেকেই সারা পৃথিবীতে ওয়ান হেলথ কার্যক্রমে বাংলাদেশ সামনের কাতারে আছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলেই দেশের মানুষের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং ওয়ান হেলথ, বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ান হেলথ বাংলাদেশের সমন্বয়কারী অধ্যাপক নীতিশ দেবনাথ ও আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মানব স্বাস্থ্যনির্ভর করে প্রাণীর স্বাস্থ্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশের ওপর।
×