ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে সেনা মোতায়েন দাবি কল্যাণ পার্টির

প্রকাশিত: ০৫:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৭

নির্বাচনে সেনা মোতায়েন দাবি কল্যাণ পার্টির

স্টাফ রিপোর্টার ॥ আগামী একাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টি। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে দলটির পক্ষ থেকে মোট ৮ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। অপরদিকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার এবং ‘না’ ভোটের বিধান চালুর প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়াও দলটির পক্ষ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে মোট ১২ দফার সুপারিশমালা তুলে ধরা হয়েছে কমিশনের কাছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে পৃথক সংলাপে তারা এসব প্রস্তাব তুলে ধরেন। আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠতলার সম্মেলন কক্ষে দল দুটির সঙ্গে সংলাপে বসে কমিশন। বেলা ১১টায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। অপরদিকে বিকেল ৩টায় আল্লামা সৈয়দ বাহাদুর শাহের নেতৃত্বে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেয়। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠতলার সম্মেলন কক্ষে কল্যাণ পার্টির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী সংলাপ চলে। সংলাপ শেষে বের হয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, সংলাপে নির্বাচন কমিশনের কাছে দলের পক্ষ থেকে আটটি প্রস্তাব সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৪টি বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোন কারণেই হোক দলীয়করণ করা হয়েছে। তাই তাদের ওপর জনগণ আস্থা রাখতে পারছে না। ফলে এ ধরনের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না। এ ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন করা হলে সুষ্ঠু নির্বাচন হবে।
×