ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা উচিত ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা উচিত ॥ এরশাদ

চট্টগ্রাম অফিস/কক্সবাজার প্রতিনিধি ॥ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যা চলছে তা গণহত্যার শামিল। অবিলম্বে এ দমন-পীড়ন বন্ধ করতে হবে। রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধ না করলে জাতিসংঘের উচিত হবে সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজার এসে এরশাদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। এরশাদ বলেন, রোহিঙ্গা পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন ও চিন্তিত। অসহায় রোহিঙ্গাদের অবস্থা অবর্ণনীয়। তাদের খাদ্য নেই, আশ্রয় নেই। তারা ওপারে ছিল নিপীড়িত, এপারে সর্বহারা। তিনি রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে। যতদিন আপনারা নিজ দেশে ফিরে যেতে পারবেন না ততদিন এ দেশের সরকার আপনাদের সহায়তা করে যাবে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, অবসরপ্রাপ্ত মেজর খালেদ, ইয়াহিয়া চৌধুরী, হাজী মোহাম্মদ ইলিয়াস, মফিজুর রহমান, কবির আহমদ সওদাগর, মোশাররফ হোসেন দুলাল, নাজিম উদ্দিন প্রমুখ নেতা। জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথমে বালুখালি ও পরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করা হয়।
×