ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৫:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ঈদের ছুটি শেষ হলেও, কেমন যেন হাই তুলছিল ঢাকা। ঘুম ঘুম চোখে তাকাচ্ছিল। এভাবে অনেকগুলো দিন। এ পর্যায়ে এসে মনে হয় ছবিটা বদলেছে। স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে রাজধানী শহর। ফ্রিজে এখনও মাংস আছে বটে, ঈদের কোন নাম-গন্ধ নেই। তবে এরই মাঝে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি চলছে। দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় উৎসব আনন্দের একটা পূর্বাবাস পাওয়া যাচ্ছে। শাঁখারীবাজারের কথা তো বলাইবাহুল্য, এখানে পুজো ঘিরে হরেক রকমের কর্মকা-। আগেভাগে তৈরি করা প্রতিমা সাজিয়ে রেখেছেন দোকানিরা। যার যেমন পছন্দ, কিনে নিচ্ছেন। ঢাকার বাইরের ক্রেতাই বেশি এখন। পুজোর সামগ্রী কিনতে ভিড় করেছেন বহু মানুষ। দেখে বোঝা যায়, শারদীয় দুর্গোৎসবের বিশেষ বাকি নেই। ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়কুড়/বাদ্যি বেজেছে।/গাছে শিউলি ফুটেছে/কালো ভোমরা জুটেছে।/ও-ও -ও আয় রে ছুটে আয়/পুজোর গন্ধ এসেছে...। আর কদিন পর শুরু হয়ে যাবে ছোটাছুটি। ২৫ সেপ্টেম্বর মহাপঞ্চমী। এদিন থেকে শুরু হবে পুজোর মূল আনুষ্ঠানিকতা। ঢাকার বিভিন্ন প্রান্তে ম-প স্থাপন করা হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নন শুধু, সব ধর্মের মানুষ উৎসবে অংশ নেবেন। এখন অপেক্ষার পালা। উৎসবের কথা হলো। এবার বেদনার সংলাপ। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ-কষ্ট মারাত্মকভাবে ছুঁয়ে দিয়েছে রাজধানীবাসীকে। সারা দেশের মতো ঢাকার মানুষও নিগৃহীতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন। চলছে পরিস্থিতির বিশ্লেষণ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক গোলটেবিল থেকে জানানো হয়েছে, গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। এদের ৮০ শতাংশই নারী ও শিশু। শিশুদের মধ্যে ১ হাজার ১২৮ জন আবার ছিন্নমূল। তাদের পরিবারের কেউ বেঁচে আছে কিনা, জানা নেই কারও। বাংলাদেশে আশ্রয় নেয়া নারীদের অবস্থাও করুণ। বড় অংশটি তাদের দেশে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃদ্ধরাও ক্লান্ত-শ্রান্ত। কোন রকমে বেঁচে আছেন। এ অবস্থায় একা বাংলাদেশকেই মানবিক পৃথিবীর প্রত্যাশা বাঁচিয়ে রাখার সংগ্রাম করতে হচ্ছে। মিয়ানমারে চলা হত্যাকা- ও নির্মম-নির্যাতনের প্রতিবাদ হচ্ছে প্রতিদিন। তবে মৌলবাদী গোষ্ঠীগুলো যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা জরুরী। সচেতন মহল বলছেন, সুযোগ পেলেই এরা এদের কদর্য চেহারা নিয়ে সামনে চলে আসে। বুধবারও ঢাকার রাস্তায় তাদের দেখা গেছে। উগ্রপন্থীরা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দায়িত্ব নিয়েছেন, সেখানে নোংরা রাজনীতির আর সুযোগ নেই বলে মনে করেন তারা। আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব বৃহস্পতিবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগ। এর আগে গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয় উৎসবের প্রথম পর্ব। এই পর্বে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ২২ ও ২৩ আগস্ট উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। গত মঙ্গল ও বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উৎসবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রায় ৯০টি চলচ্চিত্র দেখানো হয় এখানে। সমাপনী দিন বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সেরা ১৫টি চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উৎসবে ৯৬টি দেশ থেকে প্রায় ১ হাজার ৭০২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। বাংলাদেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের তরুণ নির্মাতারা ছবি জমা দেন উৎসবে। সবগুলো দেখে বিচারক প্যানেল ২০০টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করেন। মিলিয়ে বেশ সফল একটি আয়োজন ছিল বলতে হবে।
×