ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিসে ২০২৪, লস এ্যাঞ্জেলেসে ২০২৮ অলিম্পিক

প্রকাশিত: ০৪:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০১৭

প্যারিসে ২০২৪, লস এ্যাঞ্জেলেসে ২০২৮ অলিম্পিক

স্পোর্টস রিপোর্টার ॥ গত জুলাইয়ে ভোটিং হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্যরা এই ভোটাভুটিতে অংশ নিয়েছেন। তিন বছরব্যাপী বিডিং পদ্ধতিতে অবশেষে ২০২৪ ও ২০২৮ সালের অলিম্পিক আয়োজক হয়েছে যথাক্রমে ভিন্ন দেশের দুই শহর প্যারিস ও লস এ্যাঞ্জেলেস। এজন্য তেমন কোন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়নি এ দুটি শহরকে। পেরুর রাজধানী লিমায় সম্মেলন কেন্দ্রে ভোটাভুটির ফল ঘোষণার পরই প্যারিস ও লস এ্যাঞ্জেলেসের প্রতিনিধিরা উল্লাসে ফেটে পড়েন এবং একে অপরকে অভিনন্দন জানান। এই দুটি অলিম্পিকের আয়োজক হিসেবে বিডে ছিল বুদাপেস্ট, হামবুর্গ, রোম ও বোস্টনের নাম। আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ ছিলেন এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান। তিনি ঘোষণার সময় প্যারিস ও লস এ্যাঞ্জেলেসের বিষয়ে বলেন, ‘জয়-জয়-জয়’। এ সময় প্যারিসের পক্ষে বিডের সহনেতা টনি এস্টাংগুয়েট বলেন, ‘এটা খুবই জাদুকরী ও অনন্য এক বিজয়।‘ আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এটিকে বলেন, ‘ফ্রান্সের জন্য বিজয়।’ ২০২৮ সালের অলিম্পিক আয়োজক হওয়া লস এ্যাঞ্জেলেসও সমানভাবে উচ্ছ্বাস প্রকাশ করে। শহরের মেয়র এরিক গার্সেটি বলেন, ‘এটা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার ফলে হয়েছে।’ আইওসি প্রধান বাখ দাবি করেন অলিম্পিকের যে পদচারণা সেটা পরিশুদ্ধ হয়েছে এবং সে জন্যই আইওসি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি যতটা খুশি তা কোনভাবেই আগে ছিলাম না। আমরা দুটি সেরা অলিম্পিক শহরে ২০২৪ ও ২০২৮ অলিম্পিক দারুণভাবে আয়োজনের আশা করছি।’ এর আগে প্যারিস দুইবার অলিম্পিক আয়োজন করেছে। তবে ১০০ বছর পর আবার ফিরবে শহরটিতে অলিম্পিক। অবশ্য মাঝে তিনবার ফ্রান্স অলিম্পিক আয়োজক হওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অবশেষে এবার সফল হলো তারা।
×