ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপানের বিপক্ষে কৃষ্ণাদের লড়াকু হার

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০১৭

জাপানের বিপক্ষে কৃষ্ণাদের লড়াকু হার

স্পোর্টস রিপোর্টার ॥ হারটা অনুমেয়ই ছিল। তবে প্রত্যাশা ছিল লড়াকু ও সম্মানজনক হার। কেননা প্রতিপক্ষ অনেক কঠিন, শক্তিশালী। না, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে অবশ্য শোচনীয় হারের স্বাদ পায়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। লড়াই করেই কম ব্যবধানে হেরেছে তারা। খেলেছে প্রত্যাশা মাফিকই। এএফসি অনুর্ধ-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এ প্রতিযোগিতার সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন জাপানের কাছে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ০-৯ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজ বাহিনী। আগামী রবিবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। থাইল্যান্ডের চনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকশন ক্যাম্পাস স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ দল হারলেও তারা খেলে ছন্দময় ফুটবল। খেলে ছোট পাসে। বলের নিয়ন্ত্রণ ছিল মোটামুটি আশা জাগানিয়া। খেলে আত্মবিশ্বাস নিয়ে। প্রথমার্ধেই তিন গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে শ্রেয়তর ফুটবল খেলে কোন গোলই হজম করেনি কৃষ্ণারা। ১২ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের ক্রসে তোমোকো তানাকার গোলে এগিয়ে যায় এ আসরের গতবারের রানার্সআপ জাপান (১-০)। ১৮ মিনিটে গোল করে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ডানদিক থেকে সানজিদা খাতুনের কর্নারে মাসুরা পারভীনের হেড গোললাইন থেকে ফেরান জাপানের এক ডিফেন্ডার। ২৪ মিনিটে মোমোকা কিনোশিতার দূরপাল্লার শট বাংলাদেশ গোলরক্ষক মাহমুদার গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে ফেরে। ৩১ মিনিটে মাসুরা-শিউলি আজিমকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মোয়ি নাকায়ে (২-০)। ৩৬ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে ইউজুকির নেয়া শট দূরের পোস্টে লেগে ফেরে। তিন মিনিট পর জাপানের এই ফরোয়ার্ডই কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন। পোস্টের নিচে দ্বিতীয়ার্ধে মাহমুদা চমৎকার খেলেন। ৬৭ মিনিটে ওয়াকাবা গোতোর শট, ৭২ মিনিটে মিয়ু আরাইয়ের শট ফিরিয়ে দেন তিনি। শেষদিকে আরও আক্রমণ রুখে ব্যবধান আর বাড়তে দেননি। থাইল্যান্ড যাবার আগে সিঙ্গাপুর, চীন ও জাপানে গিয়ে অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছে কৃষ্ণাবাহিনী। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূলপর্বের আসরে শীর্ষ তিন দলের মধ্যে থাকতে পারলে উরুগুয়েতে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফিফা অনুর্ধ-১৭ মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশের মেয়েরা। তবে দুই ম্যাচে হেরে সেই স্বপ্ন ইতোমধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে। ২০১৬ সালে বাংলাদেশ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে ওঠে। বাছাইপর্বে ইরানকে ৩-০ গোলে, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০, চাইনিজ তাইপেকে ৪-২ এবং আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছিল কৃষ্ণারা।
×