ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-বিশ্ব একাদশ সিরিজ নির্ধারণী লড়াই আজ

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তান-বিশ্ব একাদশ সিরিজ নির্ধারণী লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ অনেক গুরুত্বপূর্ণ একটি দিন পাকিস্তান ক্রিকেটের জন্য। দুই বছর আগে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে জিম্বাবুইয়ে ক্রিকেট দলকে নিজেদের মাঠে খেলার জন্য আনতে পেরেছিল তারা। ৬ বছরের মধ্যে সেটাই ছিল কোন আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রথম পাকিস্তান সফর। কিন্তু সেবারও শেষ ম্যাচের দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বেশ নিকটে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলই (আইসিসি) বিশ্ব একাদশ গঠন করে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে পাকিস্তানে পাঠিয়েছে। একটি করে ম্যাচ জিতেছে পাকিস্তান ও বিশ্ব একাদশ। ১-১ সমতার সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। প্রথম দুই ম্যাচের মতোই এবারও গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে শেষ এ টি২০ ম্যাচ। সিরিজ জয় নয়, নির্বিঘেœ এ ম্যাচটি শেষ হলেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সর্বোচ্চ সাফল্য হবে। ক্রিকেটের জন্য নিরাপদ বিবেচিত হবে পাকিস্তান এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের বিষয়টি ত্বরান্বিত হবে। ১৯৯২ সালে সর্বপ্রথম কোন আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেটা মর্যাদার ওয়ানডে বিশ্বকাপ। সেই মর্যাদাপূর্ণ সাফল্যের আর পুনরাবৃত্তি হয়নি ২৪ বছর। অবশেষে ২৫তম বছরে সরফরাজ আহমেদের নেতৃত্বে আরেকটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার জুনে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে সবারই নজর কাড়ে পাকরা। কারণ ২০০৯ সালের পর থেকে সবগুলো আন্তর্জাতিক ম্যাচ, সিরিজ তারা খেলেছে দেশের বাইরে। তারপরও এমন উদ্ভাসিত সাফল্যের পর পাকিস্তানীদের জন্য সুখবর দেয় আইসিসিই। তিন ম্যাচের টি২০ সিরিজ সেই ধারাবাহিকতায়ই পাকিস্তানের মাটিতে খেলছে বিশ্ব একাদশ। এত আন্তর্জাতিক তারকা ক্রিকেটারের সমাগম একসাথে গত ৮ বছরে এবারই প্রথম দেখছে পাকরা। সিরিজ নির্বিঘেœ আয়োজনের জন্য পিসিবি যেমন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, তেমনি আইসিসিও এজন্য যথেষ্ট কাঠখড় পুড়িয়েছে। দুই ম্যাচ একেবারে নিরাপদে এবং নির্বিঘেœ শেষ হয়েছে। প্রথম ম্যাচে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়ে দেয় পাকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বিশ্ব একাদশ। জিতে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে। উভয় ম্যাচে বিশ্ব একাদশের হয়ে ইনিংস উদ্বোধন করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তবে খুব বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ম্যাচে ১৮ এবং দ্বিতীয় ম্যাচে ২৩ রান করেছেন। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে তামিমের বিকল্প নিয়ে ভাবতেই পারে বিশ্ব একাদশ। অবশ্য দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন করিয়েছিল তারা। সেই পরিবর্তন এনে জয়ও তুলে নিয়েছে। সে কারণে জয়ী সমন্বয়টা ধরে রাখতেই পারে বিশ্ব একাদশ। অপরদিকে পাকরা নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বেশ উজ্জীবিত। এবার তিন ম্যাচের এ সিরিজ খেলার মাধ্যমে সারাবিশ্বকেই একটি বার্তা দিতে চাইছে তারা পাকিস্তানের মাটিতে এসে সিরিজ খেলার জন্য।
×