ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্তান কোলে প্রকাশ্যে এলেন সেরেনা

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০১৭

সন্তান কোলে প্রকাশ্যে এলেন সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে নবজাতক মেয়ের ছবি প্রকাশ করলেন সেরেনা উইলিয়ামস। তার ১২ দিনের নতুন অতিথির সঙ্গে গোটা বিশ্বের পরিচয় করিয়ে দিলেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। সেইসঙ্গে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানেই ভবিষ্যতের তারকা এ্যালেক্সিস অলিম্পিয়ার সঙ্গে সাক্ষাত করিয়ে দিলেন ২৩টি গ্র্যান্ডসøামের মালিক সেরেনা উইলিয়ামস। ইনস্টাগ্রামে জুনিয়র সেরেনাকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করেন তিনি। শুধু অলিম্পিয়ার সঙ্গেই নয়, ভিডিও’র মাধ্যমে ছোট্ট এ্যালেক্সিসের বার্থ জার্নির সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন সেরেনা উইলিয়ামস। গর্ভাবস্থায় থাকাকালীন বেশ কিছু ফুটেজের কোলাজ প্রকাশ্যে এনেছেন উইলিয়ামস পরিবারের এই বড় মেয়ে। ইউএস ওপেন জিতে সন্তানের নড়াচড়া থেকে বেবি বাম্প নিয়ে প্রেমিক এ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে সুইমিং পুল মাতানোর নানা সুইট মোমেন্টকেও ফ্রেমবন্দী করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। ভিডিও’র শেষে আরও একটি চমক রয়েছে। শেষ ফ্রেমে সেরেনা উইলিয়ামস লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড, এ্যালেক্সিস অলিম্পিয়া, ফার্স্ট গ্র্যান্ডসøাম।’ অর্থ্যাৎ তার ক্যাবিনেটের সবচেয়ে মূল্যবান ট্রফিটার সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করিয়ে দিলেন তিনি। সেরেনা উইলিয়ামসের বিয়ে নিয়ে অবশ্য বিতর্ক ছিল। তবে তাতে কোনদিনই কান দেননি চলতি মাসের শেষ সপ্তাহেই ৩৬ বছরে পা দিতে যাওয়া টেনিসের এই কৃঞ্চকলি। তবে গত বছর হঠাৎ করেই নিজের বাগদানের ঘোষণা দেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর সেপ্টেম্বরের প্রথম দিনেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সেরেনা। এর আগে অবশ্য ৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাকালীনই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম জেতেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা দেখে অবশ্য তাকে একবারও গর্ভবতী বলে মনে হয়নি। পরবর্তীকালে সেরেনা স্বীকার করেন ২৩তম গ্র্যান্ডসøামটা তিনি তার সন্তানকে সঙ্গী করেই জিতেছেন। গত এপ্রিলে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন সেরেনা। মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও অন্তঃসত্ত্বা থাকায় ফরাসী ওপেন, উইম্বলডন এবং সদ্য সমাপ্ত ইউএস ওপেনে নামতে পারেননি এই তারকা। তবে নতুন বছরে অবশ্য আবারও স্বমহিমায় টেনিস কোর্টে ফিরতে চলেছেন সেরেনা উইলিয়ামস। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম জিতেই নতুন ইতিহাস গড়েন সেরেনা। টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ী জার্মানির জীবন্ত কিংবদন্তি স্টেফিগ্রাফের রেকর্ডকে ছাড়িয়ে যান তিনি। আমেরিকান টেনিস তারকার সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি। সেজন্য প্রয়োজন আর একটি মাত্র মেজর টুর্নামেন্টের ট্রফি। তাহলেই সবমিলিয়ে ২৪ গ্র্যান্ডসøাম জেতা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাবেন সেরেনা উইলিয়ামস। পারবেন কী সেরেনা। ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×