ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম তিন ওয়ানডেতে নেই ধাওয়ান

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭

প্রথম তিন ওয়ানডেতে নেই ধাওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে শুরু ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার সব প্রস্তুতিই সেরে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য আগেই দল ঘোষণা করে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে। এবার নির্ভরযোগ্য ওপেনার শিখর ধাওয়ানও থাকছেন না। এই ৩ ওয়ানডে খেলতে পারবেন না তিনি। ধাওয়ানের সহধর্মিণী অসুস্থ হয়ে পড়ার কারণে ছুটি চেয়েছিলেন তিনি। বিসিসিআই সেটা গ্রহণ করে এ ওপেনারকে ছাড় দিয়েছে। তবে এখন পর্যন্ত তার বিকল্প হিসেবে কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই। অসিদের বিরুদ্ধে এবারের ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বিরাট কোহলিদের জন্য। সিরিজ ভালভাবে (৪-১) জিততে পারলে আবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর দলে পরিণত হবে তারা। তবে রোটেশন পদ্ধতিতে ক্রিকেটারদের ওপর টানা খেলার চাপ কমাতে বেশ কয়েকজনকে বিশ্রাম দেয়া হয়। এর মধ্যে দুই অন্যতম নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও পেয়েছেন খেলা থেকে বিরতি। ১৬ জনের দলে অবশ্য ধাওয়ানকে ঠিকই রেখে দেয়া হয়েছিল। কিন্তু এখন ৩১ বছর বয়সী এ বাঁহাতি ওপেনারও খেলতে পারবেন না। অবশ্য স্কোয়াডে রোহিত শর্মার সঙ্গে ইনিংস উদ্বোধন করার জন্য আছেন লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানের মতো দুইজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এ কারণেই বিসিসিআই এখন পর্যন্ত কোন পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। সাম্প্রতিক সময়ে ধাওয়ান বেশ ফর্মে আছেন। যদিও গত বছরটা বেশ খারাপ গেছে এ ওপেনারের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মিস করেন তিনি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও একটি খেলেননি। তবে এ বছর আবার নিজেকে বেশ ভালভাবেই ফিরে পেয়েছেন ধাওয়ান। বিশেষ করে গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। তারপর থেকে ১৪ ইনিংসে ব্যাট করে দুটি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতক হাঁকিয়েছেন। এরপর থেকে আবার শুরু হয়েছে পারিবারিক ঝামেলা। গতমাসেই শ্রীলঙ্কা সফর শেষ না করে দেশে ফিরে আসতে হয়েছিল। মায়ের অসুস্থতার কারণে তিনি সিরিজের এক ম্যাচ না খেলেই ফিরে আসেন। এবার স্ত্রীর অসুস্থতা তাকে ছিটকে দিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে সিরিজের প্রথম তিনটি ওয়ানডে থেকে। ধাওয়ান না থাকলেও তেমন একটা সমস্যা পোহাতে হবে না ভারতীয় দলকে। কারণ রোহিতের সঙ্গে লোকেশ ছাড়াও রাহানে ওপেনিংয়ের অভাবটা পূরণ করতে পারবেন ভালভাবেই। তাদের সে অভিজ্ঞতাও আছে। বিশেষ করে রাহানেকেই ভাবা হচ্ছে রোহিতের জুটি হিসেবে। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত খেলেছেন রাহানে। ৫ ইনিংসে ৩৩৬ রান করে সিরিজসেরাও হয়েছেন। এর মধ্যে চারটি ম্যাচেই খেলেছেন অধর্শতাধিক রানের ইনিংস। সুতরাং এক্ষেত্রে লোকেশকে মিডলঅর্ডার হিসেবেই নিজেকে গড়ে তুলতে হবে। তবে সেই চেষ্টাটা ফলপ্রসূ হয়নি শ্রীলঙ্কায়। তিন ইনিংসে মাত্র ২৮ রান করতে পেরেছেন। কিন্তু অধিনায়ক কোহলির বেশ কাছের ও পছন্দের খেলোয়াড় হিসেবে একাদশে ঠাঁই পাওয়ার ক্ষেত্রে কোন শঙ্কা নেই তার। কোহলি তাকে বরাবরই ‘চ্যাম্পিয়’ খেলোয়াড় হিসেবে অভিহিত করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজটি শুরু হবে রবিবার চেন্নাইয়ে প্রথম ওয়ানডে দিয়ে।
×