ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর জোড়া গোলে শুভসূচনা রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৪:৪২, ১৫ সেপ্টেম্বর ২০১৭

রোনাল্ডোর জোড়া গোলে শুভসূচনা রিয়াল মাদ্রিদের

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, কেনের নৈপুণ্যে বরুশিয়াকে হারালো টটেনহ্যাম, মেসির রেকর্ড টপকে গেলেন সি আর সেভেন, হেরেও রেকর্ড ক্যাসিয়াসের, রিয়াল মাদ্রিদ ৩-০ এ্যাপোয়েল নিকোশিয়া, টটেনহ্যাম হটস্পার ৩-১ বরুশিয়া ডর্টমুন্ড, পোর্তো ১-৩ বেসিকটাস, লিপজিগ ১-১ মোনাকো স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লীগে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যার খেসারতও দিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। টানা দুই ম্যাচ ড্র করেছে লা লিগায়। তবে ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলতে বাধা নেই। তাইতো মাঠে নেমেছিলেন ফিফাসেরা তারকা। তাতেই চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে শুভসূচনা করেছে রিয়াল। বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে সাইপ্রাসের ক্লাব এ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আসরের টানা দুই আসরের চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ে জোড়া গোল করেন রোনাল্ডো। অপর গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস। গ্রুপের আরেক ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলে ভর করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। ‘জি’ গ্রুপের ম্যাচে তুরস্কের ক্লাব বেসিকটাস ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক পর্তুগীজ ক্লাব পোর্তোকে। জার্মান ক্লাব লিপজিগ ও ফরাসী চ্যাম্পিয়ন মোনাকোর মধ্যে গ্রুপের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মাসখানেক মাঠের বাইরে থাকায় রোনাল্ডোর গোলের ক্ষুধাটাও যেন বেড়ে গিয়েছিল বহুগুণ। চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে তাই গোল করার জন্যও বেশি সময় নেননি তিনি। ১২ মিনিটে খোলেন গোলের খাতা। রিয়ালের প্রথমার্ধ শেষ হয় এই এক গোলে এগিয়ে থেকে। বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করার আরেকটি সুযোগ পেয়ে যান সি আর সেভেন। সেই সুবর্ণ সুযোগও হাতছাড়া করেননি পর্তুগীজ তারকা। ৬১ মিনিটে রিয়ালের পক্ষে তৃতীয় গোলটি করেন সার্জিও রামোস। জোড়া গোল করে দারুণভাবে ফিরলেও রোনাল্ডো এখনও নিজের পুরো ছন্দটা খুঁজে পাননি বলেই মনে করছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। পুরো ফর্মে থাকলে নাকি রোনাল্ডো দুটির জায়গায় চারটি গোল করতে পারতেন। ম্যাচ শেষে জিদান বলেন, রোনাল্ডো বিশ্বের সেরা খেলোয়াড়। সে সবসময়ই গোল করে যায়। ম্যাচে যদি সে পুরো ফর্মে থাকত তাহলে চারটি গোল করতে পারত। আমরা জানি সে তা করতেও পারে। রিয়াল অধিনায়ক রামোস বলেন, আশা করছি সে ফর্ম ধরে রাখবে। প্রতি বছরই সে নিজেকে যে উচ্চতায় নিয়ে যায় তা নিয়ে কারও প্রশ্ন করার কিছুই থাকে না। ম্যাচে পেনাল্টি থেকে গোল করে আরেকটি রেকর্ডও গড়েন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন ভাগাভাগি করছেন তিনি। স্পট কিক থেকে রোনল্ডো করেন ১২তম গোল। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে আর কেউ পেনাল্টি থেকে এত গোল করতে পারেননি। অন্য রেকর্ডগুলোর মতো এটিতেও লিওনেল মেসির সঙ্গে লড়াই চলছে রোনাল্ডোর। বার্সিলোনার আর্জেন্টাইন তারকা চ্যাম্পিয়ন্স লীগে পেনাল্টি থেকে ১১ গোল করেছেন। গ্রুপের অপর ম্যাচে টটেনহ্যাম হ্যারি কেনের উজ্জীবিত পারফর্মেন্সে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে। এই জয়ে ওয়েম্বলিতে স্পার্সদের পরাজয়ের খরা কাটলো। গত মৌসুমে এই ওয়েম্বলিতে হেরেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়েছিল টটেনহ্যাম। এছাড়া এফএ কাপের সেমিফাইনালেও তারা পরাজিত হয়। এবারের মৌসুমেও এই মাঠে চেলসির কাছে পরাজিত হয়েছে এবং বার্নলির সঙ্গে ড্র করেছে। ওয়েম্বলিতে খেলা সর্বশেষ ১২টি ম্যাচের মধ্যে আটটিতেই পরাজিত হয়েছিল টটেনহ্যাম। তবে পরশু রাতে আর তিক্ত স্বাদ নিতে হয়নি তাদের। চার মিনিটে দলকে এগিয়ে দেন দক্ষিণ কোরিয়ান উইঙ্গার সন হেয়াং-মিন। ১১ মিনিটে আন্দ্রি ইয়ারমোলেনকোর গোলে সমতা ফেরায় সফরকারী ডর্টমুন্ড। এভারটনের বিরুদ্ধে গত শনিবার প্রিমিয়ার লীগের ম্যাচে দুই গোল করা কেন ১৫ মিনিটে দলকে আবারও এগিয়ে দেন। বিরতির পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে টটেনহ্যাম কোচ মরিসিও পোচেট্টিনো বলেন, প্রথম ম্যাচে জয় পাওয়াটা দারুণ গুরুত্বপূর্ণ। আমরা দারুণ খুশি। দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের মান বাড়াতে চেষ্টা করেছি এবং তাতে সফলও হয়েছি। এটা তিন পয়েন্টের থেকেও গুরুত্বপূর্ণ। এই দলটি এখন আরও বেশি পরিণত। হ্যারি কেন অসাধারণ খেলেছে। ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধরনের ধাক্কা খেয়েছে পোর্তো। ঘরের মাঠে বেসিকটাসের কাছে হেরেছে পর্তুগীজ ক্লাবটি। দলের হেরে যাওয়া ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন ইকার ক্যাসিয়াস। বেসিকটাসের বিরুদ্ধে মাঠে নেমেই রায়ান গিগসের টানা ১৯ মৌসুম চ্যাম্পিয়ন্স লীগে খেলার স্পর্শ করেন ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষকে রেকর্ডের দিনে পোর্তোতে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
×