ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানব সূচকে ৭ ধাপ পেছাল বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩১, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মানব সূচকে ৭ ধাপ পেছাল বাংলাদেশ

মানবসম্পদ সূচকে ফের পেছাল বাংলাদেশ। গত বছরের তুলনায় সাত ধাপ পিছিয়েছে দক্ষিণ এশিয়ার এ দেশটি। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্যমতে, দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১তম। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম। বাংলাদেশ অর্জন করেছে ৫১.৭৫ পয়েন্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার, শিক্ষিতের হার, শিক্ষার গুণগতমান, বৃত্তিমূলক শিক্ষা ও কাজ করতে গিয়ে শেখার হার, কর্মক্ষম মানুষের চাকরিতে নিয়োজিতের হার, বেকারত্বের হার, আংশিক বেকারত্ব, দীর্ঘমেয়াদী বেকারত্ব, দক্ষতা, শিশুদের কাজে নিয়োজিতের হার ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, এ বছর মানবসম্পদ সূচকে সবার উপরে রয়েছে নরওয়ে। গত বছর দেশটির অবস্থান ছিল দ্বিতীয়। -অর্থনৈতিক রিপোর্টার বৈদ্যুতিক ট্রাক আনছে টেসলা চলতি বছরের অক্টোবরের শেষদিকে বৈদ্যুতিক সেমি-ট্রাক উন্মোচনের সম্ভাব্য তারিখ জানিয়েছে টেসলা। এর আগে প্রতিষ্ঠান প্রধান ধারণা করেছিলেন সেপ্টেম্বরেই ট্রাকটি উন্মোচন করা হবে। এবার সে তারিখ এক মাস পেছাচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। এক টুইটবার্তায় মাস্ক বলেন, হথ্রোনে টেসলা সেমি-ট্রাক উন্মোচন ও টেস্ট রাইডের সম্ভাব্য তারিখ ২৬ অক্টোবর। নতুন ট্রাক দিয়ে তেলচালিত ট্রাকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাচ্ছে টেসলা। তেলচালিত ট্রাকগুলো এক ট্যাঙ্ক তেল দিয়ে এক হাজার মাইল পর্যন্ত চলতে পারে। এবার দেখার বিষয় ব্যাটারিচালিত টেসলা ট্রাক কতদূর পর্যন্ত যেতে পারবে। ধারণা করা হচ্ছে, টেসলার এ ট্রাকগুলো একবার চার্জে ২০০ থেকে ৩০০ মাইল চলতে পারবে। আগের বছরই বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য টেসলা সেমি নামে একটি ট্রাক উন্মোচনের কথা জানায় প্রতিষ্ঠানটি। চলতি বছরের এপ্রিলে মাস্ক জানান, সেপ্টেম্বরেই ট্রাকটি উন্মোচন করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×