ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় দুই দিনব্যাপী ডাটা সেন্টার সামিট শুরু

প্রকাশিত: ০৪:৩০, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ঢাকায় দুই দিনব্যাপী ডাটা সেন্টার সামিট শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন ডাটা সেন্টার সল্যুশন প্রোভাইডারদের সঙ্গে এ খাতের দেশী ব্যবসায়ীদের যোগাযোগ করিয়ে দিতে রাজধানীতে দুই দিনব্যাপী ডাটা সেন্টার সামিট শুরু হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডাটা সেন্টার টেকনোলজিস সামিট-২০১৭ এ্যান্ড গ্রীন ডাটা সেন্টার কনফারেন্স’ শিরোনামে এ সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে যেভাবে এগিয়ে চলছে, এখন সময় এসেছে ডাটা সুরক্ষার বিষয়ে ভাববার। চুরি বা হ্যাকিং থেকে ডাটা রক্ষার জন্য নতুন করে ভাববার সময় এসেছে। তিনি বলেন, ডাটা সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে হবে। আর এ বিষয়ে সরকারের সহযোগিতা চাওয়ার আগে এ খাতে ব্যবসায়ীদের এটা প্রমাণ করতে হবে যে, এ খাতে যথাযথ সেবা গ্রাহককে দেয়া হচ্ছে।
×