ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাতা জালিয়াত চক্রের ২ হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭

খাতা জালিয়াত চক্রের ২ হোতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ॥ মান্দায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি ডিগ্রী পাস পরীক্ষার খাতা জালিয়াত চক্রের দুই সদস্যকে লেখা উত্তরপত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো মান্দা উপজেলার পাঁঠাকাটা গ্রামের মোবারক হোসেনের ছেলে হুসেন আলী ও নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্র মহল্লার জয়নাল আবেদীনের ছেলে মেহেদী হাসান। তাদের নিকট থেকে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ভূগোল পরীক্ষার ২২ লেখা উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় হুসেন আলীকে উপজেলার কুসুম্বা থেকে আটক করা হয়। এ সময় তার নিকটে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে চলতি ডিগ্রী পরীক্ষার চারটি লেখা উত্তরপত্র। তার দেয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার দুপুরে ফাঁদ পেতে এ চক্রের মুলহোতা মেহেদী হাসানকে নওগাঁ শহর থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি লেখা উত্তরপত্র। সততা স্টোর উদ্বোধন সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুনেছা উচ্চ বিদ্যালয়ে দুদকের ‘সততা’ স্টোর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক খন্দকার খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে সততা স্টোরের উদ্বোধন করেন পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।
×