ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসবাসের অযোগ্য ঢাকা শহরকে বদলে দেয়া সম্ভব

প্রকাশিত: ০৪:১৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বসবাসের অযোগ্য ঢাকা শহরকে বদলে দেয়া সম্ভব

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ সেপ্টেম্বর ॥ পর্যাপ্ত ফুটপাথ নির্মাণ, গণপরিবহনের সু-ব্যবস্থাপনা ও রাস্তাঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সর্বোপরি সরকারের সদিচ্ছাই পারে ঢাকা শহরের নিত্যদিনের অসহনীয় যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে। বৃহস্পতিবার সাভার গণবিশ্ববিদ্যালয়ে আয়োজিত মুক্ত আলোচনায় এ দাবি করে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ও স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলোতে ঢাকা শহরের মতো এত প্রশস্ত রাস্তাঘাট নেই। প্রশস্ত ও উন্নত রাস্তা থাকা সত্ত্বেও শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে ঢাকাকে যানজটমুক্ত করা সম্ভব হচ্ছে না। ঢাকা শহরের আশপাশের নদীগুলো ধ্বংস হওয়ায় পরিবেশগত ও ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিয়েছে। এ সব নদী ধ্বংসকারীদের যুদ্ধাপরাধীদের সঙ্গে তুলনা করে তাদের বিচার দাবি করেন তিনি। ঢাকা শহরকে বসবাসের যোগ্য করতে হলে বাংলাদেশের সবকিছুর প্রাণকেন্দ্র ঢাকা না করে দেশব্যাপী উন্নয়নের কথা চিন্তা করতে সরকারকে তাগিদ দেন এ শিক্ষাবিদ। মুক্ত আলোচনা শুরুর আগে স্থপতি মোবাশ্বের হোসেন ‘স্থপতি, স্থাপত্য ও জনগণ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভায় ‘জ্বালানি নিরাপত্তা: সংস্কার ও সক্ষমতা’ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন অধ্যাপক ড. এম শামসুল আলম। সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু।
×