ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবৈধ ড্রেজিং ও হাউজিং চলবে না ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৭

অবৈধ ড্রেজিং ও হাউজিং চলবে না ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, কেরানীগঞ্জে অবৈধ ড্রেজিং চলবে না। অবৈধ হাউজিংও চলবে না। যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএ সঠিক নিয়মে ড্রেজার চালানোর অনুমোদন দিচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাউজিং কোম্পানিগুলোর রাজউক অনুমোদন আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, উপজেলা প্রকৌশলী শাজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফখরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।
×