ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১২, ১৫ সেপ্টেম্বর ২০১৭

টুকরো খবর

যাত্রী সেজে গলা কেটে ছিনতাই, আটক ২ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ সেপ্টেম্বর ॥ তালতলী উপজেলার ছাতনপাড়া নামক স্থানে যাত্রী সেজে গলা কেটে সান্টু ঘরামীর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন সোলায়মান প্যাদা ওরফে রবিন ও বেলাল মিয়া নামের দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটায়। জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে আমতলী চৌরাস্তা থেকে তালতলী যাওয়ার উদ্দেশে যাত্রী সেজে সান্টু ঘরামীর মোটরসাইকেল ভাড়া করে। তালতলীর ছাতনপাড়া নামক স্থানে গেলে যাত্রী দুই দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে মোটরসাইকেলচালক সান্টুর গলায় আঘাত করে। এতে সান্টু মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে। দুই দুর্বৃত্ত সোলায়মান প্যাদা (২৪) ও বেলাল মিয়া (২১) মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় সান্টুর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং তাদের ধাওয়া করে। পরে স্থানীয় লোকজন কড়াইবাড়িয়া বাজারে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মোটরসাইকেলসহ দুই দুর্বৃত্তকে গ্রেফতার করে। স্থানীয় লোকজন উদ্ধার করে সান্টুকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঙ্কটজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। জলাবদ্ধতা নিরসনে খাল-ছড়া উদ্ধার অভিযান স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীতে জলাবদ্ধতা নিরসনে দখল হয়ে যাওয়া খাল-ছড়া উদ্ধার অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার জিন্দাবাজার এলাকায় বলরাম ছড়ার শাখা খাল দখল করে নির্মিত সিটি কর্পোরেশন মালিকানাধীন তিনতারা মার্কেটের একটি অংশ ভাঙ্গার মধ্য দিয়ে খালটি উদ্ধারের কাজ শুরু করা হয়। এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, জিন্দাবাজার এলাকায় বলরাম ছড়ার শাখা খাল দখল করে নির্মিত তিনতারা সিটি মার্কেটটির কারণে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এ উচ্ছেদ অভিযান সম্পন্ন হলে জিন্দাবাজার, হাওয়াপাড়া ও বারুতখানাসহ আশপাশ এলাকার জলাবদ্ধতা কমে আসবে। তাই খালটি উদ্ধার করে পানি চলাচল স্বাভাবিক করতে কর্পোরেশন অভিযান চালিয়েছে। ব্যবসায়ীরাও এ বিষয়ে সহযোগিতা করছেন। নগরীর ছড়া ও খাল দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে বলে জানান সিটি মেয়র। খাল উদ্ধার কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেনÑ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদী, শান্তনু দত্ত সন্তু প্রমুখ। পটিয়ায় অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৪ সেপ্টেম্বর ॥ গ্রিল ওয়ার্কসপে অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ দেশীয় একটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টচার্য হাটের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে পুলিশ ছয় রাউন্ড কার্তুজসহ অস্ত্রটি উদ্ধার করে। দোকানের মালিক বখতিয়ার ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে পুলিশ দাবি করে।পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলার কেলিশহর ভট্টচার্য হাটের বখতিয়ার গ্রিল ওয়ার্কসপ ব্যবসার আড়ালে ছোলাই মদ বিক্রি চলে আসছিল। পুলিশ বুধবার রাতে অভিযান চালাতে গেলে বখতিয়ার পটিয়া থানার আনসার সদস্য নান্নু শেখকে লাথি মেরে পালিয়ে যায়। ওই সময় ক্যাশ টেবিলের নিচ থেকে পলিথিনে মোড়ানো ছয় রাউন্ড গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়। দোকানদার বখতিয়ার উপজেলার ঈশ্বরখাইন এলাকার আবু তালেবের ছেলে। লালসার শিকারে ভাতিজি ॥ চাচা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ সেপ্টেম্বর ॥ আমতলী উপজেলার ছোনাউডা গ্রামের চাচা মনির চৌকিদারের (৫০) লালসার শিকার হয়ে ভাতিজি সপ্তম শ্রেণীর ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ চাচা মনির চৌকিদারকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সপ্তম শ্রেণীর ওই ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে চাচা মনির চৌকিদার দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। গত ২০ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে চাচা মনির চৌকিদার বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে ছাত্রী এ ঘটনা কাউকে জানায়নি। এতে ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত রবিবার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মা মেয়ের কাছে ঘটনা জানতে চায়। পরে ছাত্রী মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। সোমবার মেয়ের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য আমতলী তামান্না ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। এতে ওই ছাত্রী ২৭ সপ্তাহ ৫ দিন অন্তঃসত্ত্বা হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। বৃহস্পতিবার ছাত্রীর বাবা আমতলী থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ গিয়ে অভিযুক্ত চাচা মনির চৌকিদারকে গ্রেফতার করে। অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ যুমনার চরসহ নদীসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদাবাজী অপহরণসহ নানা অপরাধ করে পালিয়ে থাকা আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে র‌্যাব বগুড়া স্পেশালাইজড কোম্পানি গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকার প্রত্যন্ত চর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলোÑ শহিদুল ইসলাম ওরফে ডাকাত শহিদুল ও হাফিজুর রহমান। এ সময় ৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ২টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ও ১টি রাম দা উদ্ধার করা হয়। বিকেলে এ বিষয়ে র‌্যাব ১২ বগুড়া স্পেশালাইজড কোম্পানি প্রেস ব্রিফিংএ গ্রেফতারকৃতদের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে। এই ডাকাত দলে প্রায় ৭/৮ সদস্য রয়েছে। তারা বগুড়াসহ ৪ জেলার যমুনার চর এলাকায় একের পর এক ডাকাতি করে পালিয়ে ছিল। অনুকূলচন্দ্রের জন্মোৎসব আজ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৪ সেপ্টেম্বর ॥ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩০তম জন্মোৎসব শুক্রবার শুরু হচ্ছে। সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হচ্ছে। শুক্রবার সকালে শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে ঠাকুর পূজা, সন্ধ্যায় প্রার্থনা শেষে বিশেষ ধর্মালোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় শ্রীশ্রী ঠাকুর অনুতূলচন্দ্রের পুণ্যতীর্থভূমি হিমাইতপুর সম্বলপুর ঘাটে গঙ্গাস্নানোৎসব অনুষ্ঠিত হবে। সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি কুঞ্জবিহারী আদিত্যর সভাপতিত্বে আলোচনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসক) কবির বিন আনোয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক রেখা রানী বালো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ। গৃহবধূ হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৪ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার জুড়ালিয়া গ্রামের শাহানাজ পারভীনকে (২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জুড়ালিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শাহানাজের বাবা গোলাম মোস্তফা, মা শিউলি বেগম, শাহাদত হোসেন নয়ন ভূঁইয়া, জিন্নাত মোল্যা প্রমুখ। শাহনাজের বাবা গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, রুবেল সরকারী চাকরি করলেও বিভিন্ন সময়ে যৌতুকের টাকা-পয়সা দাবি করত। এরই ধারাবাহিকতায় ঈদ-উল আযহার আগে মোটরসাইকেল দাবি করে রুবেল। তার এ দাবি পূরণ করতে না পারায় গত ৪ সেপ্টেম্বর শাহনাজকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে রাখা হয়। শাহনাজের মা শিউলি বেগম বলেন, আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার (শাহনাজ) নয় মাসের শিশু সন্তান মুজাহিদ এখন শুধু কাঁদছে। মুজাহিদের মায়ের শূন্যতা পূরণ করবে কে? শাহনাজের মা আরও বলেন, তার মেয়েকে হত্যার পর জামাই রুবেল পালিয়ে যায়। মেয়ের জানাজায় অংশগ্রহণও করেনি। ঈদের ছুটিতে বাড়ি আসলেও শাহনাজকে হত্যার পর হঠাৎ করে পালিয়ে যায় রুবেল। বিদ্যুতস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর খুলশী থানার ঝাউতলা বাজার এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত মোঃ জনি (১৮) ওই এলাকার আবদুল করিমের ছেলে। খুলশীর ঝাউতলা বাজারে একটি মুরগির দোকানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় জনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আট দালালের কারাদ- স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে র‌্যাবের অভিযানে আটক আট দালালকে কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত দালালরা হলোÑ রাজ সরদার, সুমন ফরাজী, শেখ বিপুল, শেখ শহিদ, রনি মল্লিক, আজমল, জলিল ও রুবেল। সিলেটে দুই বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বৃহস্পতিবার ভোর রাতে ফেঞ্চুগঞ্জ পুরান বাজার এলাকায় দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। তফাজ্জুল আহমেদের বাড়ির দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে তার পুত্রবধূকে জিম্মি করে চার ভরি স্বর্ণ ও বিশ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে ডাকাতরা হানা দেয় পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জের পুরান বাজারে জামাল মিয়ার বাড়ি। ডাকাতদল বড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে জামাল মিয়ার ভাই জিল্লুর রহমানকে ঘুমন্ত অবস্থায় রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও কিল-ঘুষি দিয়ে আহত করে। জামাল মিয়া মোবাইলের মাধ্যমে প্রতিবেশীদের জানালে লোকজন ছুটে এলে ডাকাতরা দুই রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়।
×