ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রকাশিত: ০৪:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৭

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৪ সেপ্টেম্বর ॥ স্বেচ্ছাশ্রমে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগঁরপুনি রাস্তাটির কিছু অংশ অবশেষে সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলামের নেতৃত্বে ও এলাকার ১৫-২০ জন তরুণ যুবকের উদ্যোগে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কার করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটির কিছু অংশ সংস্কার না করায় মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। শুধু তাই নয় ওই রাস্তা দিয়ে সিএনজি টেক্সী থেকে শুরু করে রিক্সা চলাচল পর্যন্ত করতে পারে না। উপজেলা প্রশাসনকে জানানোর পর কোন ব্যবস্থা না নেয়ায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার শুরু করেন। রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ সেপ্টেম্বর ॥ মুক্তিযুদ্ধের মূল চেতনা শোষণহীন সমাজ তথা সমাজতন্ত্রের সংগ্রাম শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে নাটোরে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন করা হয়েছে। রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ অডিটরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। গণসঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সেমিনারটি। দিবসটি উদযাপন কমিটির সভাপতি আনসার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী প্রমুখ।
×