ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় রিপন হত্যা মামলার সাক্ষীরা আতঙ্কে

প্রকাশিত: ০৪:০৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭

গাইবান্ধায় রিপন হত্যা মামলার সাক্ষীরা আতঙ্কে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ সেপ্টেম্বর ॥ পুলিশী হেফাজতে সুন্দরগঞ্জের হাতিয়া গ্রামের কলেজশিক্ষার্থী রিপন চন্দ্র দাস হত্যা মামলার সাক্ষী ও প্রতিবাদকারীরা মিথ্যা হয়রানিমূলক মামলায় গ্রেফতার, হুমকিসহ নানাভাবে অত্যাচার-অনাচারের কবলে পড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তদুপরি ওই এলাকার ইউপি সদস্য মমতাজ উদ্দিনের হুমকিতেও তারা আতঙ্কে রয়েছেন। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আসন্ন দুর্গাপূজা উদযাপনে অংশ নিতে পারছেন না। এর প্রতিকার ও প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন এবং প্রেসক্লাবসংলগ্ন সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত রিপন চন্দ্রের মা সুজকি রানী উল্লেখ করেন, সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া গ্রামের বাবলু চন্দ্র দাসের ছেলে রিপনের সঙ্গে প্রতিবেশী সুরেশ চন্দ্র দাসের মেয়ে চম্পার প্রেমের সম্পর্ক ছিল। দুজনে ঘর বাঁধার স্বপ্নে গত ২৯ মে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বগুড়ার কাহালুতে এক আত্মীয়র বাড়িতে যায়। এ ঘটনায় চম্পার বাবা সুরেশ চন্দ্র বাদী হয়ে অপহরণের অভিযোগে সুন্দরগঞ্জ থানায় মামলা করে।
×