ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের কমিটি

প্রকাশিত: ০৯:১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৭

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের কমিটি

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিশ্বজুড়ে চাপের মুখে অবশেষে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে মিয়ানমার। মিয়ানমার প্রেসিডেন্টের অফিস থেকে এ বিষয়ে কমিটি গঠনের কথা জানানো হয়েছে। মিয়ানমারের কূটনৈতিক সূত্র এ তথ্য জানায়। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিস্থিতি তদন্তে গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা আউং সান সুচি নিজেই কোফি আনানকে ওই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেন। এর আগেও সুচি তার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। মিয়ানমারের প্রেসিডেন্টের দফতর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাখাইন কমিশন বাস্তবায়নে উপদেষ্টা কমিটি’ নামে ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রোহিঙ্গা এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, অর্থনৈতিক উন্নয়ন ও রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে সামাজিক সম্পর্কের বিষয়ে কাজ করবে। পাশাপশি তারা জাতিগত সংখ্যালঘু বসবাসকারীদের গ্রাম এবং উচ্ছেদ হওয়া মানুষদের শিবিরে স্থিতিশীলতা বজায় রাখার কাজ করবে। এতে আরও বলা হয়, মিয়ানমারের নাগরিকত্ব আইনকে উপজীব্য করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের বাছাইয়ের কাজ শুরু করতে হবে, যেন তাদের নাগরিকতার সুযোগ তৈরি হয়।
×