ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ত্রাণ দিতে বিএনপিকে বাধা দেয়া হয়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৯:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ত্রাণ দিতে বিএনপিকে বাধা দেয়া  হয়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ত্রাণ দিতে বিএনপিকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, ত্রাণ কাজে বাধা দেয়ার মধ্য দিয়ে এই সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা যে বলছেন এই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন, এটা শুধু আইওয়াশ। যদি তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেন তাহলে আজকে বিএনপির রিলিফ টিমকে উখিয়ায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বাধা দিতেন না। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের জন্য ২০টি ট্রাকে ত্রাণসামগ্রী নিয়ে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় যাওয়ার পথে পুলিশ আটকে দেয়। শুধু তাই নয়, কক্সবাজারে আমাদের বিএনপি অফিসও পুলিশ ঘিরে রাখলে বিএনপি নেতারা অফিসঘরে আটকা পড়েন। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফখরুল বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। আর এ জন্য কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। রোহিঙ্গা সঙ্কটকে কেন্দ্র করে ক্ষমতাসীন সরকার রাজনীতি করতে চায় বলেই ত্রাণ কাজে বাধ্ াদেয়। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়ে পরিষ্কারভাবে বলেছেন, মিয়ানমারে যা হচ্ছে, সেটা স্পষ্টতই জাতিগত নিধনের শামিল। এটা গণহত্যা, এটা বন্ধ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে বলছে মানবিক আবেদনে সাড়া দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। আবার অন্যদিকে ত্রাণ কাজে বাধা দেয়া হয়। একি আচরণ তাদের। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
×