ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৭:২৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ প্রথম অধ্যায় প্রস্তুতি-২ বহুনির্বাচনী-৩০ ১। কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় ? (ক) ২আগষ্ট ১৯৫৮ (খ) ২সেপ্টেম্বর ১৯৫৮ (গ) ১২মার্চ ১৯৬৮ (ঘ) ২২আগষ্ট ১৯৭৮ । ২। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো- (র) দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে চায় না (রর) মূল উদ্দেশ্য নিজ দেশে সম্পদ পাচার (ররর) চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে চায় । নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, ররও ররর । নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ ব্রিটিশরা এক সময় ভারত উপমহাদেশ দখল করে নেয়। চিরস্থায়ীভাবে শাসন করা ব্রিটিশদের উদ্দেশ্য ছিলনা। তাদের উদ্দেশ্য ছিল ধনসম্পদ নিজেদের দেশে পাচার করা। ৩। ভারত উপমহাদেশে কীরূপ শাসনের প্রতিফলন হয়েছিল? (ক) গণতান্ত্রিক (খ) রাজতান্ত্রিক (গ) ঔপনিবেশিক (ঘ) স্বৈরতান্ত্রিক। ৪। উক্ত শাসনের ফলে ভারতীয় উপমহাদেশে- (র) অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয় (রর) পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় (ররর) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র,রর ও ররর । ৫। কত সালে ফকরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ? (ক) ১২৩৮ সালে (খ) ১৩৩৮সালে (গ) ১৪০৫ সালে (ঘ) ১৫২০সালে। ৬। সতীদাহ প্রথা কে পাস করেন ? (ক) রাজা রামমোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) লর্ড উইলিয়াম বেন্টিংক (ঘ) লর্ড কার্জন । ৭। ১৫৭৬ সালে মোগল সা¤্রাজ্য বিস্তার করে- (র ) পূর্ব বাংলা (রর) পশ্চিম বাংলা (ররর) উত্তর বাংলার অনেকাংশে। নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । ৮। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে কারা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় ? (ক) ইউরোপীয় বণিকরা (খ) আমেরিকান বণিকরা (গ) এশিয় বণিকরা (ঘ) আফ্রিকান বণিকরা । ৯। কতসালে বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় ? (ক) ১৫৫৭ সালে (খ) ১৬৫৭ সালে (গ) ১৭৫৭ সালে (ঘ) ১৭৮০ সালে। ১০। ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক অগ্রগতি দেখা য়ায়- (র) খনিজ সম্পদ আবিষ্কারের কারণে (রর) সামুদ্রিক বাণিজ্য বিস্তারের কারণে (ররর) কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১১। বাংলায় ইংরেজদের শাসন পর্বকে কোনযুগ হিসেবে অবহিত করা হয় ? (ক) পরাধীন যুগ (খ) স্বাধীন যুগ (গ) গণতান্ত্রিক যুগ (ঘ) ঔপনিবেশিক যুগ। ১২। উইলিয়াম হেজেজ কর্র্তৃক ইংল্যান্ড থেকে সৈন্য আনার কারণ ছিল- (র) দিনেমারদের বাংলা থেকে হটানো (রর) মোঘল কর্মচারীদের দুর্নীতি রোধ (ররর) ব্যবসায়িক ক্ষতি রোধ।
×