ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৭:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

গসিপ

বন্ধুরা নিশ্চয়ই ঈদের আমেজে চোখ বুলাতে ভুলে গেছেন বিনোদন ভুবনে। তাই আপনাদের জন্য এই কয়েকদিন এর বিনোদন ভুবনের টুকটাক খবর জেনে নিন। জেমস বন্ড অর্ধ শতক ধরে মানুষের পছন্দের ব্যাচেলর। তবে এবার বোধহয় বন্ডের এ পরিচয় ঘুচতে যাচ্ছে। গুজব উঠেছে বন্ডের পরবর্তী সিনেমার প্লট ফাঁস হয়ে যাওয়ার। গত সেপ্টেম্বরে বিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন ‘মিস্টার এ্যান্ড মিসেস স্মিথ’ খ্যাত তারকা দম্পতি ব্র্যাড পিট ও এ্যাঞ্জেলিনা জোলি। তবে বছর ঘুরতে না ঘুরতেই এক গোপন সাক্ষাতে আবারও পরস্পরের কাছে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন তারা! ‘জুলি-২’র টিজার মুক্তি পাওয়ার পর থেকেই চলছিল তুমুল চর্চা। তারপর যখন জানা গেল এই ফিল্মের প্রেজেন্টর ও ডিস্ট্রিবিউটর প্রাক্তন সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালানি, তখন সকলে আরও চমকে গিয়েছিলেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘এ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে আয়রনম্যান তথা টনি স্টার্কের বাগদান হতে যাচ্ছে। সম্প্রতি নিজের সহকারী পিপার পটসের সঙ্গেই এই সুপারহিরো বিয়ের পথে এগোবে বলে আভাস মিলেছে। সম্প্রতি টুইটারে তাঁর ভক্তের সংখ্যা পৌঁছল দু’কোটি নব্বই লাখে। পৌঁছল, বললে বোধহয় ভুল বলা হবে। আসলে প্রায় তিন কোটিকে ছুঁয়ে ফেলল। তিনি বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। এসব নিয়ে লিখেছেনÑ ধ্রুব হাসান নতুন জেমস বন্ডের গল্প ফাঁস! জেমস বন্ড অর্ধ শতক ধরে মানুষের পছন্দের ব্যাচেলর। তবে এবার বোধহয় বন্ডের এ পরিচয় ঘুচতে যাচ্ছে। গুজব উঠেছে বন্ডের পরবর্তী সিনেমার প্লট ফাঁস হয়ে যাওয়ার। আর সেখান থেকেই জানা যাচ্ছে যে, বিয়ে করছেন জেমস বন্ড। সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে বন্ড সিরিজের পরবর্তী সিনেমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ফাঁস হওয়া গল্পের মাধ্যমে গুজব ছড়িয়েছে যে পরবর্তী সিনেমায় বিবাহিত অবস্থায় দেখা যেতে পারে জেমস বন্ডকে! বন্ড সিনেমার অন্যতম আকর্ষণীয় অংশ হলো আবেদনময়ী নারীদের সঙ্গে এজেন্ট জিরো জিরো সেভেনের রগরগে অন্তরঙ্গতা। প্রায়ই এই অন্তরঙ্গতাকে কেন্দ্র করেই আবর্তিত হয় সিনেমার কাহিনী। কিন্তু এই নারীদের কেউ কি হতে পেরেছেন বন্ডের জীবনসঙ্গিনী? কখনোই না। কারণ জেমস বন্ড বিশ্বের অন্যতম আকর্ষণীয় ব্যাচেলর পুরুষ, যার প্রেমে হাবুডুবু খায় গোটা নারীকুল। বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং কর্তৃক সৃষ্ট উপন্যাসের কাল্পনিক চরিত্র বিশেষ। জেমস বন্ড নিয়ে সিরিজ আকারে নির্মিত অসংখ্য উপন্যাস, চলচ্চিত্র, কমিকস এবং ভিডিও গেমের প্রধান চরিত্রে রয়েছেন জেমস বন্ড। লন্ডনের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এসআইএসের প্রধান গুপ্তচর হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। ১৯৯৫ সালের পর থেকে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এসআইএসের নাম পরিবর্তিত হয়ে এমআই৬ নামকরণ করা হয়। ০০৭ সাঙ্কেতিক নম্বরটি জেমস বন্ড ধারণ করেছেন। ব্যতিক্রম হিসেবে রয়েছে ইউ অনলি লাইভ টুয়াইস উপন্যাসটি। সেখানে তাকে অস্থায়ীভাবে ৭৭৭৭ নম্বর দেয়া হয়েছে। ডাবল-ও বা ডাবল-জিরো শব্দটির মাধ্যমে জেমস বন্ডকে তার কর্তব্য-কর্মে যে-কাউকে হত্যা করার জন্য অনুমতি দেয়া হয়েছে। বন্ড নিজেকে অন্য কারও সঙ্গে পরিচয় করেন, ‘বন্ড, জেমস বন্ড’ হিসেবে। মার্টিনি ককটেল হিসেবে ভদকাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তার সহজাত ও স্বাভাবিক পোশাক হচ্ছে একটি ডিনার জ্যাকেট। সচরাচর তিনি রোলেক্স সাবমেরিনার হাতঘড়ি পরতেই পছন্দ করেন। পরবর্তীতে তাকে ওমেগা সীমাস্টার ঘড়ি পরতে দেখা যায়। শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান এবং ড্যানিয়েল ক্রেইগ- এ ছয় জনের মাধ্যমে চলচ্চিত্রে জেমস বন্ডের প্রতিকল্প হিসেবে চিত্রিত করা হয়েছে। তবে, বন্ডকে প্রথমবারের মতো চলচ্চিত্ররূপ প্রদান করা হয়েছে মার্কিন টেলিভিশনে। ব্যারি নেলসন ১৯৫৪ সালে উপন্যাস হিসেবে ক্যাসিনো রয়েলে বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৫ সালে জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি ‘স্পেকট্রা’-তে ম্যাডিলিন সোয়ানকে উদ্ধার করতে দেখা যায়। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘বন্ড ২৫’। সিক্রেট এজেন্ট জিরো জিরো সেভেনের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুরু হবে জেমস বন্ডের নতুন স্ত্রী হত্যার মধ্য দিয়ে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে নতুন জেমস বন্ড ছবিতে অনেক বড় পরিবর্তন আসছে। এর পুরো গল্পটি ফাঁস হয়ে যাওয়ার গুজব উঠেছে বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে। ১৯৬২ সালে ‘ড. নো’-এর মধ্য দিয়ে শুরু হওয়া গোয়েন্দা চলচ্চিত্রের নায়ক জেমস বন্ডকে অবিবাহিত অবস্থায় দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। ২০১৫ সালে এই সিরিজের সর্বশেষ ছবি ‘স্পেকট্রা’-তেও ছবির নায়ককে অকৃতদার হিসেবেই দেখা যায়। ‘বন্ড ২৫’-এর সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে বিনোদন ম্যাগাজিন ‘পেজ সিক্স’ জানায়, এ ছবিটির শুরুতে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড এবং লি সেডক্স অভিনীত ড. ম্যাডিলিন সোয়ানের এর কথপোকথন। আয়রনম্যানের বাগদান! মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘এ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে আয়রনম্যান তথা টনি স্টার্কের বাগদান হতে যাচ্ছে। সম্প্রতি নিজের সহকারী পিপার পটসের সঙ্গেই এই সুপারহিরো বিয়ের পথে এগোবে বলে আভাস মিলেছে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আয়রনম্যান’ ছবিতে প্রথমবার পিপার পটস চরিত্রে অভিনয় করেন গিনেথ প্যালট্রো। লৌহমানবকে নিয়ে বানানো আরও দুটি সিক্যুয়েলে একই ভূমিকায় দেখা গেছে তাকে। ‘স্পাইডারম্যান: হোমকামিং’-এ আবার এ চরিত্রে ফেরেন তিনি। ব্যক্তিজীবনে গিনেথ প্যালট্রো প্রেম করছেন টিভি প্রযোজক ব্র্যাড ফ্যালচুকের সঙ্গে। ক্রিস মার্টিনের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পরই তার সঙ্গে সম্পর্কে জড়ান ৪৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। চলতি বছর তাদের বাগদানের গুঞ্জন ছড়ায়। সবশেষ ‘স্পাইডারম্যান: হোমকামিং’ ছবির শেষ দিকে সাংবাদিকদের সামনেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে টনি স্টার্ক। যদিও চরিত্রটির উত্তর জানানো হয়নি এতে। তবে তিনি যে রাজি তা বোঝা যাচ্ছে শুটিংয়ে গিনেথ প্যালট্রোর অনামিকায় আংটি দেখে। তিনিই অভিনয় করছেন পিপার পটস চরিত্রে। আয়রন ম্যান চরিত্রে অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে সংলাপ বলার মহড়া করছিলেন প্যালট্রো। তাদের সঙ্গে ছিলেন হাল্ক রূপী মার্ক রাফালো। যদিও ‘স্পাইডারম্যান: হোমকামিং’ ছবিতে টনি স্টার্ক তার বিয়ের পরিকল্পনা জানালে আরেক সহকারী জন ফ্যাব্রিউ রসিকতা করে জানান, ২০০৮ সাল থেকেই এই আংটি নিয়ে ঘুরছেন আয়রনম্যান! এদিকে ‘এ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার টু’ নামের ছবিটিতে জন ফ্যাব্রিউ ফিরবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ক্যাপ্টেন মার্ভেল হিসেবে ব্রি লারসন, স্পাইডারম্যানের ভূমিকায় টম হল্যান্ড এবং ডক্টর স্ট্রেঞ্জ রূপে বেনেডিক্ট কাম্বারব্যাচও যোগ দেবেন তাদের সঙ্গে। জো ও এ্যান্থনি রুশো পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘এ্যাভেঞ্জার্স’ সিরিজের ছবি মানেই ধুন্ধুমার এ্যাকশন, সুপারহিরো ও সুপারভিলেনদের লড়াই। অবশ্য এসবের সমান্তরালে চলতে থাকে প্রেমও। থরের সঙ্গে জেন, হাল্কের সঙ্গে ব্ল্যাক উইডো কিংবা আয়রন ম্যানের সঙ্গে পিপার। এ্যাঞ্জেলিনা জোলি একা থাকতে পছন্দ করেন না গত সেপ্টেম্বরে বিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন ‘মিস্টার এ্যান্ড মিসেস স্মিথ’ খ্যাত তারকা দম্পতি ব্র্যাড পিট ও এ্যাঞ্জেলিনা জোলি। তবে বছর ঘুরতে না ঘরতেই এক গোপন সাক্ষাতে আবারও পরস্পরের কাছে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন তারা! তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন এ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন। রূপালী পর্দার অন্তরালে তাঁর ব্যক্তিগত জীবন প্রায় সময়ই গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। ১৯৮২ সালে লুকিন’ টু গেট আউট চলচ্চিত্রে বাবা জন ভটের সঙ্গে একটি শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে জোলির আবির্ভাব হয়। তবে পেশাদার চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তাঁর অভিষেক ঘটে স্বল্প বাজেটের ছবি সাইবর্গ ২-এ অভিনয়ের মাধ্যমে। তাঁর অভিনীত প্রথম বড় মাপের ছবি হ্যাকারস। এ ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে তাঁকে জর্জ ওয়ালেস ও জিয়া এর মতো সমালোচক-নন্দিত চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। নাট্য চলচ্চিত্র গার্ল, ইন্টারাপ্টেড এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। ভিডিও গেম নায়িকা লারা ক্রফ্ট চরিত্র নিয়ে লারা ক্রফ্ট: টুম্ব রেইডার চলচ্চিত্রে অভিনয় তাঁর তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়। মূলত এরপর থেকেই জোলি হলিউডের অন্যতম ও সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত একজন অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তাঁর চলচ্চিত্র-জীবনের সর্বোচ্চ ব্যবসায়িক সাফল্য যে দুটি চলচ্চিত্র থেকে এসেছে সেগুলো হলো এ্যাকশন-কমেডিধর্মী মি. এ্যান্ড মিসেস. স্মিথ এবং এ্যানিমেশন চলচ্চিত্র কুং ফু পান্ডা। সম্প্রতি ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাতকারে ‘মেলিফিসেন্ট’ অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলির আত্মজীবনীর লেখক ইয়ান হ্যালপেরিন জানান, বিচ্ছেদের পর প্রথমবারের মুখোমুখি দেখা করেছেন ব্র্যাড পিট ও এ্যাঞ্জেলিনা জোলি। মাস দু’য়েক আগে বেভারলি হিলে তাদের এক বন্ধুর বাসায় গোপনে দেখা করেছেন এ সাবেক দম্পতি। এ সময় বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলাখুলি কথাও বলেছেন তাঁরা। গত বছরের সেপ্টেম্বর মাসেই তাঁরা ঘোষণা দিয়ে বিচ্ছেদ ঘটিয়েছিলেন। সাক্ষাতকারে জোলি বলেছেন, ‘আমি একা থাকতে একেবারেই পছন্দ করি না। এ রকম কিছু আমি চাইও না। এটা কোন ভাল ব্যাপারও নয়। একা থাকা খুব কঠিন। ’জোলি স্তন ক্যান্সার এড়ানোর জন্য ২০১৩ সালে ম্যাসটেকটোমি (স্তন অপসারণ) করান। ভ্যানিটি ফেয়ার-এর সঙ্গে এক সাক্ষাতকারে জোলি বলেছিলেন, তিনি বেলস পালসি (মুখের এক অংশ অবশ হয়ে যাওয়া) রোগেও ভুগছেন। তিনি বলেন, সামনে অনেকটা সময় তিনি কোন ছবিতে অভিনয় বা কোন ছবি পরিচালনা করবেন না। এখন সন্তানদের সময় দেওয়ার কথাই ভাবছেন তিনি। হলিউড তারকা জোলি আর পিট মিস্টার এ্যান্ড মিসেস স্মিথ ছবিতে অভিনয়ের সময় পরস্পরের সংস্পর্শে আসেন। তাঁরা একসঙ্গে ছিলেন ১২ বছর, এরপর ছিল তাঁদের বিবাহিত জীবনের দুই বছর। তাঁদের পরিবারে নিজেদের ও দত্তক নেওয়া মোট ছয় সন্তান রয়েছে। ২০১৬’র ১৯ সেপ্টেম্বর আদালতে বিচ্ছেদ আবেদন করেন জোলি। এ সময় পিটের বিরুদ্ধে মদ্যপান ও সন্তানদের সঙ্গে দুর্র্র্ব্যবহারের অভিযোগ আনেন তিনি। ২০০৪ সালে ‘মিস্টার এ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরস্পরের প্রেমে পড়েন এ দুই হলিউড তারকা। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তাদের রয়েছে ছয় সন্তান ম্যাডোক্স (১৫), প্যাক্স (১৩), সিলোহ (১১), জাহারা (১২), যমজ সন্তান ভিভিয়ান ও নক্স (৯)। লস এ্যাঞ্জেলেসে ২ কোটি ৫০ লাখ ডলারে কেনা একটি বাড়িতে সন্তানরা থাকে। সন্তানদের ব্যাপারে জোলি বলেছেন, ‘আমরা এতটা মানসিক চাপের মধ্যে থাকি যে সেই চাপ আমাদের সন্তানদের মধ্যেও সংক্রমিত হয়। অথচ তাদের থাকা উচিত আনন্দের মধ্যে।’ আগামীকাল ১৫ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিটি। কম্বোডিয়ার গণহত্যায় পরিবার হারানো এক ব্যক্তির জীবনের সত্যি ঘটনা নিয়ে ছবির গল্প।’ এ্যাঞ্জেলিনা জোলির জীবনী লিখছেন ইয়ান হ্যালপেরিন। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানান, বেভারলি হিলের এক বাড়িতে গোপনে দেখা করেছেন ব্র্যাড পিট ও এ্যাঞ্জেলিনা জোলি। এই জীবনীকার দাবি করেন, সন্তান আর নিজেদের সম্পর্কের কথা ভেবে আবার তাঁরা এক হওয়ার কথা ভাবছেন। টুইটারে অমিতাভের তিন কোটি ভক্ত অমিতাভ বচ্চন বিগ বি এবং শাহেনশাহ নামেও পরিচিত। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড সিনেমা জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। বচ্চন নিজের কর্মজীবনে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাঁকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক এবং ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দেখা গেছে। ১৯৬৯-এ বচ্চন ছবির জগতে আত্মপ্রকাশ করেন সাত হিন্দুস্তানি নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে যেখানে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন। খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত এই ছবিটিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, মধু এবং জালাল আগা। যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি, তবুও বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সম্প্রতি টুইটারে তাঁর ভক্তের সংখ্যা পৌঁছল দুই কোটি নব্বই লাখে। পৌঁছল, বললে বোধ হয় ভুল বলা হবে। আসলে প্রায় তিন কোটিকে ছুঁয়ে ফেলল। তিনি বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। ৭৪ বছরের অভিনেতা টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা দেখে নিজেও বেজায় খুশি। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘একটা সময় ছিল যখন এক জন মানুষই আমার টুইট দেখতেন, এখন সেই সংখ্যাটা ২ কোটি ৯০ লাখ! ...’ জনপ্রিয়তার নিরিখে আজকের বলি তারকাদের সঙ্গে সমানে সমানে টক্কর দেন অমিতাভ। শুধু অভিনয়েই নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান এ্যাক্টিভ এবং জনপ্রিয়। প্রায় প্রতি দিনই মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তিনি অনেকটা সময় এ্যাক্টিভ থাকেন। মাঝে মাঝেই বিভিন্ন বিষয়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। প্রথম সারির বলি তারকাদের মধ্যে তিনিই প্রথম যিনি ব্লগ লেখা শুরু করেন। তাই তাঁকে ফলো করা ভক্তের সংখ্যাও অন্যদের তুলনায় অনেক বেশি। এ ক্ষেত্রে শাহরুখ, সালমান, আমিরদের পিছনে ফেলে দিয়েছেন বিগ বি। টুইটারে শাহরুখের ফলোয়ার দুই কোটি ছিয়াত্তর লাখ, সালমানের ফলোয়ার দুই কোটি একান্ন লাখ এবং আমিরের ফলোয়ারের সংখ্যা দুই কোটি আঠেরো লাখ। খুব শীঘ্রই আমির খানের ‘ঠগস্ অব হিন্দোস্তান’ এবং ঋষি কাপুরের সঙ্গে ‘১০২ নট আউট’ ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। তথ্য সুত্র : ইন্টারনেট
×