ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ধনী অভিনেত্রী এমা স্টোন

প্রকাশিত: ০৭:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

সবচেয়ে ধনী অভিনেত্রী এমা স্টোন

এমিলি জেন ‘এমা’ স্টোন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০১৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তিনি একবার করে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার এবং গোল্ডেন গ্লোব পুরস্কার এবং তিনবার স্ক্রিন এ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। ২০১৩ সালে তিনি ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ১০০ সেলিব্রেটি তালিকায় স্থান করে নেন। অভিনয়ের পাশাপাশি তিনি অনেক সচেতনামূলক কর্মকা-ে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি জেনিফার লরেন্সকে হারিয়ে দিলেন এমা স্টোন। দুই বছর ধরে ফোর্বস সাময়িকী ধনী অভিনেত্রীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে শীর্ষে ছিল জেনিফারের নাম। সেটি এখন নিজের করে নিয়েছেন এমা। এমার বার্ষিক আয় ২ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। ‘লা লা ল্যান্ড’ ছবিটি করেই জেনিফার লরেন্সকে পেছনে ফেলেছেন তিনি। এই ছবি তাকে কেবল আর্থিক দিক দিয়েই লাভবান করেনি, এনে দিয়েছে মর্যাদার অস্কারও। স্টোনের অভিনয় জীবন শুরু হয় ২০০০ সালে দ্য উইন্ড ইন দ্য উইলোস মঞ্চ নাটকে শিশু শিল্পী হিসেবে। তিনি টেলিভিশন অভিনয় শুরু করেন ২০০৪ সালে ভিএইচওয়ান চ্যানেলের ইন সার্চ অফ দ্য নিউ পার্টিজ ফ্যামিলি দিয়ে। টেলিভিশনে কিছু ছোট চরিত্রে অভিনয়ের পর ২০০৭ সালে তিনি সুপারব্যাড চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় নাম লেখান। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ইয়ং হলিউড পুরস্কার অর্জন করেন। ২০০৯ এর চলচ্চিত্র জোম্বিল্যান্ড এ অভিনয় দিয়ে তিনি ইতিবাচক সাড়া পান। স্টোন ২০১০ সালে ‘ইজি এ’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এর জন্য তিনি বাফটা উঠতি অভিনেত্রী পুরস্কার এবং সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গেদ্বাব পুরস্কারের মনোনয়ন অর্জন করেন। ২০১১ সালে অভিনয় করেন ব্যবসাসফল ক্রেজি, স্টুপিড, লাভ এবং প্রশংসিত দ্য হেল্প চলচ্চিত্রে। ২০১২ সালে গুয়েন স্ট্যাসি চরিত্রে ‘দি এ্যামেজিং স্পাইডার-ম্যান’ এবং ২০১৪ সালে এর অনুবর্তী পর্ব দি এ্যামেজিং স্পাইডার-ম্যান ২ চলচ্চিত্রে যা তাকে বিপুল খ্যাতি এনে দেয়। ২০১৪ সালে তিনি ব্ল্যাক কমেডি-নাট্যধর্মী বার্ডম্যান চলচ্চিত্রে একজন মাদকসেবীর চরিত্রে অভিনয় করেন। ফলস্বরূপ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার-এ ভূষিত হন। ২০১৬ সালে লা লা ল্যান্ড চলচ্চিত্রে একজন উঠতি অভিনেত্রী মিয়া ডোলান চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার এবং গোল্ডেন গেদ্বাব পুরস্কার লাভ করেন। আনন্দকণ্ঠ ডেস্ক
×