ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘চ’ ইউনিট শনিবার

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রকাশিত: ০৬:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ১২৫০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ২৯,৯৫৪ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারী গার্লস স্কুল এন্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ। চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ১৩,৪৭৬জন। উক্ত পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।
×