ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশানে অচল ৮শ’ ফোন মেরামতের কাজ চলছে

প্রকাশিত: ০৬:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

গুলশানে অচল ৮শ’ ফোন মেরামতের কাজ চলছে

গুলশানে একটি টেলিফোন কেবিনেট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ১১ সেপ্টেম্বর থেকে গুলশান এক্সচেঞ্জের প্রায় ৮০০ শ’ গ্রাহক টেলিফোন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন কেবিনেট নং-১২ (গুলশান রোড নং ৫১/৫৪, গুলশান-২, ঢাকা সংলগ্ন) ঐদিন পুড়ে যাওয়ায় কেবিনেটটির মাধ্যমে সংযোজিত স্থানীয় প্রায় ৮শ’ টেলিফোন অচল হয়ে পড়ে। নতুন কেবিনেট স্থাপনপূর্বক টেলিফোন সংযোগ পুনরায় চালু করার লক্ষ্যে কার্যক্রম তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছে। আশা করা যায় আগামী ১০/১২ দিনের মধ্যে সকল সংযোগ চালু করা সম্ভব হবে। গাজীপুর এক্সচেঞ্জের ৭২ টেলিফোন বিকল ॥ জিডিএসইউটিপি (বিআরটি গাজীপুর) প্রকল্পের আওতায় গাজীপুর চৌরাস্তা হতে ভোগড়া চৌরাস্তা পর্যন্ত উন্নয়নমূলক কাজে রাস্তার পার্শ্বে ড্রেন নির্মাণের জন্য এসকেভিটার মেশিন দ্বারা মাটি খনন করার ফলে ১০০ জোড়ার ২০০ মিটার, ৫০ জোড়ার ২০০ মিটার ও ২০ জোড়ার ৪০০ মিটার বিটিসিএলের আন্ডারগ্রাউন্ড কেবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৭২ (বাহাত্তর) টি টেলিফোন বিকল হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কেবল জরুরী ভিত্তিতে মেরামত করে টেলিফোনসমূহ চালু করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। -বিজ্ঞপ্তি
×