ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে চালকবিহীন ট্যাঙ্ক

প্রকাশিত: ০৬:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

আসছে চালকবিহীন ট্যাঙ্ক

যুদ্ধক্ষেত্রে আসছে নতুন নতুন মারণাস্ত্র। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বিস্ময় জাগানোর মতো অস্ত্র উদ্ভাবনও চলছে। এবার যুদ্ধ মাঠে আসছে চালকবিহীন ছোট ট্যাঙ্ক। ধারণা করা হচ্ছে, নতুন এই ব্যবস্থা যুদ্ধ মাঠে বিপ্লব আনবে। সৈনিকদের সাহায্য করতে এখন থেকে মাথার ওপরে থাকবে মানববিহীন বিমান আর ভূমিতে চালকবিহীন ট্যাঙ্ক। নতুন এই ট্যাঙ্কটির নাম দেয়া হয়েছে আয়রনক্ল্যাড। এটি মানুষের সহায়তা ছাড়াই সরাসরি শত্রু পক্ষের অবস্থান শনাক্ত করতে পারবে, সৈন্যদের অন্যত্র সরিয়ে নিতেও কাজ করবে। এছাড়া বিস্ফোরক অপসারণ ইউনিট হিসেবেও কাজ করতে পারবে এটি। লন্ডনভিত্তিক ব্রিটিশ অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান বিএই সিস্টেম এই অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে ট্যাঙ্ক চালানো কাজটি পুরোপুরি স্বয়ংক্রিয় করে দেয়া হবে। এখন যেমন রিমোটের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হবে। ভবিষ্যতে সেটিও থাকছে না। ট্যাঙ্কটি চালানোর কাজ স্বয়ংক্রিয় করে দেয়া হবে। নিজেই নিজেই শত্রু পক্ষের ওপর মরণাঘাত হানতে পারবে। বিএই সিস্টেমের ফিউচার প্রোগ্রামের পরিচালক ক্রেইগ ফেনেল বলেন, আয়রনক্লাডের মাধ্যমেই ভবিষ্যত যুদ্ধের মাঠ কেমন হবে, তা বোঝা যাবে। তবে পরবর্তী পাঁচ বছরের মধ্যে এই ট্যাঙ্কটিকে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় করে দেয়া হবে। -দ্য টেলিগ্রাফ অনলাইন
×