ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে লঞ্চ ডুবি ॥ আরও ২ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

শরীয়তপুরে লঞ্চ ডুবি ॥ আরও ২ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৩ সেপ্টেম্বর ॥ জেলার নড়িয়ায় ৩টি লঞ্চডুবির ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত এক মহিলা ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এমভি মৌচাকের সন্ধান পেলেও তা ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে কাঁচিকাটার সন্নিকটে পদ্মার গভীরে ৪০/৪৫ ফুট পানির নিচে থাকায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ডুবে যাওয়া অপর ২ লঞ্চ এমভি নড়িয়া-২ ও মহানগরীর গত ৩ দিনেও কোন সন্ধান মেলেনি। এদিকে উদ্ধার কাজের ধীর গতির জন্য অসন্তেুাষ প্রকাশ করেছে নিখোঁজদের স্বজনরা। তবে উদ্ধারকারী দল বলছে, যথাযথভাবে তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পদ্মার প্রবল ¯্রােতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ফরিদপুর অঞ্চলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ বলেন, আমরা যৌথভাবে খুলনা থেকে আসা নৌবাহিনীর ডুবুরিদল, ফায়ার সাভির্সের কর্মকর্তা-কর্মচারী ও বিআইডব্লিউটিএর লোকজন উদ্ধার কাজ চালাচ্ছি। এ পর্যন্ত ২ টি মৃতদেহ উদ্ধার করেছি। পারভীন নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছি। অপর এক পুরুষের(৪৫) লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মাথায় কিছুটা টাক রয়েছে। নদীতে তীব্র ¯্রােত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি। এদিকে নড়িয়া উপজেলার সুরেশ^র পয়েন্টে পদ্মা নদী থেকে প্রসূতি পারভীন বেগমের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বুধবার দুপুরে পদ্মা নদীতে স্থানীয়রা একটি মৃতদেহ ভাসতে দেখে উদ্ধারকারী দলকে খবর দিলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া নারীর মৃতদেহটি স্থানীয় ও স্বজনরা পারভীন বেগমের বলে শসনাক্ত করেন। এরপর জেলা প্রশাসকের উপস্থিতিতে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর বিকেল সাড়ে ৪ টায় পদ্মা নদী থেকে এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এদিকে খুলনা থেকে আসা নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও বিআইডব্লিউটিএর লোকজন সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন। ডুবে থাকা লঞ্চ এমভি মৌচাকের সন্ধান পেলেও ৪০/৪৫ ফুট পানির নিচে থাকায় তা আপাতত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে এটা চিহ্নিত করে রাখা হয়েছে বলে জানান উদ্ধারকারীরা। অন্য ২ টি লঞ্চ এমভি নড়িয়া-২ ও মহানগরীর সন্ধান ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। পদ্মায় তীব্র ¯্রােত থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধারকারী দলের কর্মকর্তারা। এদিকে নিখোঁজদের লাশের অপেক্ষায় নড়িয়ার সুরেশ^র পদ্মাপারে স্বজনদের এখনও ভিড় জমে আছে। লাশের অপেক্ষায় আহাজারি করছে তারা। নিখোঁজদের ছবি বুকে ধারণ করে আহাজারি করছে স্বজনরা। লঞ্চডুবির খবর পেয়ে সোমবার সকাল থেকেই তারা লাশের অপেক্ষায় অবস্থান করছে সুরেশ^রের পদ্মাপারে। এদিকে ডুবে যাওয়া লঞ্চ ও নিখোঁজদের উদ্ধার কাজ ধীর গতিতে চলছে বলে নিখোঁজদের স্বজনরা অভিযোগ করেছেন। লঞ্চে এসে নিখোঁজ হওয়া যাত্রী ভোজেশ^র এলাকার ব্যবসায়ী রিপন দাসের ছবি বুকে নিয়ে পদ্মাপারে এসে তার লাশ খুঁজে বেড়াচ্ছেন তার ভাই দিলীপ দাস। দিলীপ দাস অভিযোগ করে বলেন, প্রশাসন কোন কাজ করছে না, আমরা নিজেরাই ডুবুরি দল ভাড়া করে এনে লাশ খুঁজে বের করব। ডুবে যাওয়া লঞ্চের স্টাফ নিখোঁজ নড়িয়া উপজেলার হালইসার গ্রামের মানিক মাদবরের ছবি নিয়ে লাশের অপেক্ষায় পদ্মাপারে ৩ দিন ধরে আহাজারি করছেন তার স্ত্রী ছালমা বেগম। তিনি বলেন, আমি আমার স্বামীর লাশ নিয়ে বাড়িতে যাব।
×