ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা ॥ শেখ রেহানার জন্মদিনের আনুষ্ঠানিকতা বাতিল

প্রকাশিত: ০৬:০২, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা ॥ শেখ রেহানার জন্মদিনের আনুষ্ঠানিকতা বাতিল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর পরিস্থিতির প্রতি সহমর্মী হয়ে নিজের জন্মদিনের আনুষ্ঠানিকতা বাতিল করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। বুধবার ছিল তার জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানা এদিন ৬২ বছর পূর্ণ করলেন। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার একনেক সভার ব্রিফিংয়ে জানান, মিয়ানমারের শরণার্থী রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহমর্মী হয়ে শেখ রেহানার এবারের জন্মদিনে কোন আনুষ্ঠানিকতা থাকছে না। মন্ত্রী বলেন, একনেক সভার ফাঁকে আলাপচারিতায় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে গণভবনে যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো এতিমখানায় পাঠিয়ে দেয়া হবে। শেখ রেহানার ইচ্ছাতেই গণভবনে জন্মদিনের কোন আনুষ্ঠিনকতা থাকছে না। উল্লেখ্য, জন্মদিনের একদিন আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে গিয়ে শেখ রেহানাও রোহিঙ্গা নারী ও শিশুদের দুর্দশার কথা শোনেন। তাদের মুখ থেকে নির্যাতনের বিবরণ শুনে প্রধানমন্ত্রীর মতো তাকেও চোখ মুছতে দেখা যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ওই সময় বড় বোন শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান শেখ রেহানা। শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল ছিল জার্মানিতে। সেখান থেকে পরে ভারতে চলে যান দুই বোন। শেখ রেহানা পরে পরিবার নিয়ে লন্ডনে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। আর শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বে তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ। অন্যদিকে, গত বছর আওয়ামী লীগের ২০তম সম্মেলনে প্রথমবারের মতো কাউন্সিলর হয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন শেখ রেহানা। লন্ডনপ্রবাসী হলেও শেখ রেহানা বছরের একটি বড় সময় দেশেই কাটান। তার স্বামী অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তিন ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক এ্যানালাইসিস সম্পাদক। এদিকে আনুষ্ঠানিক উদ্যাপন না হলেও জন্মদিনে জাতির জনকের ছোট কন্যাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। বঙ্গবন্ধুর পরিবার, শেখ রেহানার বিভিন্ন কর্মকা- এবং জন্মদিন উপলক্ষে তৈরি পোস্টারও স্থান পেয়েছে ফেসবুকে আসা বিভিন্ন শুভেচ্ছা বার্তায়। তাকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
×