ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় মঞ্চস্থ লোক নাট্যদলের ‘সোনাই মাধব’

প্রকাশিত: ০৬:০২, ১৪ সেপ্টেম্বর ২০১৭

শিল্পকলায় মঞ্চস্থ লোক নাট্যদলের ‘সোনাই মাধব’

স্টাফ রিপোর্টার ॥ বাবা নাই, ভাই নাই, মায়ের একমাত্র সন্তান সোনাই। রূপে-গুণে অতুলনীয়। মা তাকে মামার কাছে রেখে আসে ভাল পাত্রের সঙ্গে বিয়ে দেয়ার জন্য। কিন্তু ঘটকের আনা কোন পাত্রই মামা-মামির পছন্দ হয় না। এরই মধ্যে সোনাইয়ের সঙ্গে মাধবের দেখা হয়। এরপর হয় পরিচয় এবং প্রেম। চলে দেখাশোনা, চিঠি দেয়া নেয়া। ‘সোনাই মাধব’ নাটকের শুরুটা ছিল এমনই। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে লোক নাট্যদলের ১৫তম প্রযোজনা এই নাটকটির ১৮৪তম মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যায়। সঙ্গীতের মাধ্যমে কাহিনী বর্ণিত হলেও সঙ্গে যুক্ত হয়েছে নৃত্য। পাশাপাশি কিছু বিষয়ে নিরীক্ষা করা হয়েছে। কিন্তু সবচেয়ে উল্লেখ করার মতো ব্যাপারটি হলো এতে মেয়েদের চরিত্রে ছেলেরা অভিনয় করেছে। নিরাভরণ মঞ্চে পালা ঢংয়ে পরিবেশিত সঙ্গীত ও নৃত্যের সম্মিলনে মঞ্চে এক অভাবিত দৃশ্যকাব্যের যেন সিম্ফনি তরঙ্গায়িত হয়েছে। পালাটির সুরারোপ দীনেন্দ্র চৌধুরী, সঙ্গীতায়োজন মোস্তফা আনোয়ার স্বপন এবং নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ। পদাবলী কীর্তন ও যাত্রাপালার সমন্বয়ে উপস্থাপিত লোক নাট্যদলের সোনাই মাধব ট্র্যাজিকমেডির এক অপূর্ব সমন্বিত মঞ্চ-উপস্থাপনা, যা উপস্থিত দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে, সৃষ্টি হয় নাট্যগাথার এক অভাবিত ইন্দ্রজাল। নাটকে দেখা যায়, গ্রামের দেওয়ান ভাবনার অত্যাচারে সুন্দরী মেয়েরা ঘরের বাইরে যেতে পারছে না। সে সোনাইয়ের কথা জেনে তার মামার কাছে যায়। মামা প্রথমে সোনাইকে ভাবনার সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না, পরে মৃত্যুর ভয় দেখালে সে বলে দেয় নদীতে জল আনতে গেলে যেন সোনাইকে সে বজরায় তুলে নেয়। ভাবনা তাই করে। বজরা থেকে কান্নার শব্দ শুনে মাধব গিয়ে তাকে উদ্ধার করে এবং দেখে সে মেয়ে তারই সোনাই। ঘরে নিয়ে আসে, বিয়ের আয়োজন করে। কিন্তু দেওয়ান মাধবের বাবাকে ধরে নিয়ে যায়, তাই বাবাকে উদ্ধার করার জন্য মাধব যায় দেওয়ানের কাছে। সোনাই এক বছর একা থাকে ঘরে তার পর ফিরে আসে। তার শ্বশুর, বলে সোনাই না গেলে মাধবকে ছেড়ে দেবে না। বাধ্য হয়ে সোনাই যায় মাধবকে ছাড়াতে। দেওয়ান মাধবকে ছেড়ে দিয়ে ঘরে এসে দেখে সোনাই বিষপানে আত্মহত্যা করেছে। কাহিনী শেষ হয় মাধবের হাহাকারে, সে নদীর ঘাটে বসে সোনাইকে ডেকে চলে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম, জাহিদ চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, মোজাম্মেল হক পাপন, শামীমুজ্জামান, খায়রুল আলম টিপু, আনোয়ার কায়সার, কামরুন নূর চৌধুরী, হাফিজুর রহমান, মনিলাল হালদার, জসিম উদ্দিন খান, মিনহাজুল হুদা দীপ, তানভীর রাজিব, সুধাংশু নাথ, আবদুল আউয়াল খান প্রমুখ।
×