ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আজ

হাজারো ব্যানার-ফেস্টুন শহরজুড়ে সাজ সাজ রব, ভোটের আমেজ

প্রকাশিত: ০৬:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

হাজারো ব্যানার-ফেস্টুন শহরজুড়ে সাজ সাজ রব, ভোটের আমেজ

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ চারদিকে সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুনে ভরে গেছে সর্বত্র। উন্নয়নের প্রতীক নৌকা সংবলিত হাজারো তোরণ। স্লোগানে স্লোগানে ভরা পোস্টার। মাইকিংয়ে মুখরিত জনপদ; যেন ভোটের আমেজ সর্বত্র। আমের রাজধানী খ্যাত রাজশাহীর চারঘাটের সারদা থেকে পবার হরিয়ানের চিনিকল মাঠ। ২২ কিলোমিটার মেঠোপথের চারদিকে ব্যাপক সাজসজ্জা। এ আয়োজন গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী প্রস্তুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে ১৫ দিন ধরে চলছে এ আয়োজন। আজকের (বৃহস্পতিবার) জন্য বিশাল এ আয়োজন প্রস্তুতি। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আসছেন হযরত শাহমখদুম রূপোশ (র.) এর পুণ্যভূমি পদ্মাবিধৌত রাজশাহীতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে তাই প্রস্তুত রাজশাহী। ইতোমধ্যেই নানা সাজে সেজেছে রাজশাহী মহানগর থেকে শুরু করে জেলার উপজেলা পর্যন্ত। সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। সেখান থেকে বিকেলে তিনি সড়কপথে পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি থেকে ভাষণ দেবেন। এর আগে তিনি সেখান থেকে একযোগে ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত স্থাপন করবেন। এছাড়া বাস্তবায়ন হয়ে যাওয়া আরও ৭টি প্রকল্পের উদ্বোধন করবেন। দীর্ঘদিন পর রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করতে তাই সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। জনসভা ঘিরে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বুধবার জনসভাস্থল ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনসভার স্থলের চারপাশের প্রায় ১০ থেকে ১২ কিলিমিটারজুড়ে ছেয়ে গেছে তোরণ, ব্যানার, ফেস্টুন। রাজশাহীসহ আশপাশের জেলায়ও সাঁটানো হয়েছে পোস্টার। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এবং জনসভা সফলের আহবান জানিয়ে প্রচার চলছে ফেসবুকেও। ফলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহীতে এখন সাজ সাজ রব। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর কাছে চাওয়া, পাওয়া ও প্রত্যাশার অপেক্ষায় রাজশাহী অঞ্চলের লাখ লাখ মানুষ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে নিচ্ছিদ্র নিরাপত্তা ॥ প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীজুড়ে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তার প্রধান দায়িত্বে রয়েছে। পাশাপাশি সভাস্থলের চারপাশে প্রচুর পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্য ও র‌্যাব নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও যানজট নিরসনে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জনসভা অভিমুখী গাড়িকে মাহেন্দ্রা বাইপাস সংলগ্ন এলাকায় পার্কিং করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে জনসভা অভিমুখী গাড়ি কাটাখালী জুট মিল মাঠে ও সংলগ্ন নর্দার্ন পাওয়ার প্লান্ট এলাকায় পার্কিং করতে হবে। তবে ভিআইপি ও স্টিকারযুক্ত গুরুত্বপূর্ণ জীপ ও মাইক্রোবাস জাতীয় গাড়ি জনসভা সংলগ্ন মাঠ ও মাঠের আশপাশে পার্কিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। কোন অবস্থাতেই বড় গাড়ি যেমন বাস, ট্রাক কাটাখালী হতে জনসভাস্থলের দিকে এবং মাহেন্দ্রা বাইপাস হতে জনসভা স্থলগামী সরু সড়কে প্রবেশ করতে দেয়া হবে না। ২৩ উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী ॥ রাজশাহী সফরে এসে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত স্থাপন করবেন। এছাড়া বাস্তবায়ন হয়ে যাওয়া আরও ৭টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
×