ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে চালের মূল্য উর্ধমুখী ॥ দুর্ভোগে মধ্য ও নিম্নবিত্তরা

প্রকাশিত: ০৪:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রংপুরে চালের মূল্য উর্ধমুখী ॥ দুর্ভোগে মধ্য ও নিম্নবিত্তরা

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরে চালের মূল্য আবারও বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধির ফলে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। মোটা ও চিকন চালের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে অনেকেই চাল কেনার পরিমাণ কমে দিয়েছে। চালের আড়তদাররা বলছেন, ভারতে চালের মূল্য বৃদ্ধি, মিয়ানমার থেকে চাল না আসা ও দেশে বন্যা পরিস্থিতির কারণে হঠাৎ করে চালের মূল্য কেজিতে ৩/৪ টাকা বেড়েছে। চলতি মাসের শেষের দিকে চালের মূল্য কমে আসবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। নগরীর সিটি বাজার, কামালকাছনা বাজার, সিগারেট কোম্পানি বাজার ও মাহিগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মোটা চালের মধ্যে গুটি স্বর্ণা, মামুন স্বর্ণা ও ঝুমুর মালা চালের বস্তা (৫০ কেজি) ২ হাজার থেকে ২২শ’ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে চিকন চালের মধ্যে বস্তাপ্রতি (৫০ কেজি) স্বর্ণা ২৩শ’ থেকে ২৪শ’ ৫০ টাকা, বিআর ২৮- ২৪শ’ থেকে ২৬শ’ টাকা ও নাজিরশাইল ২৯শ’ থেকে ৩১শ’ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর টার্মিনাল এলাকার খুচরা চাল ব্যবসায়ী বাদশা মিয়া জানান, মোটা চাল প্রতিকেজি ৪৩ থেকে ৪৫ টাকা ও চিকন চাল ৫২ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
×