ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংক খাতের নিট মুনাফা কমেছে ৮৯৬ কোটি টাকা

প্রকাশিত: ০৪:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ব্যাংক খাতের নিট মুনাফা কমেছে ৮৯৬ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক বছরের ব্যবধানে ব্যাংক খাতের নিট মুনাফা কমেছে ৮৯৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণের বিপরীতে মূলধন সংরক্ষণ করতে গিয়ে নিট মুনাফার অবনতি হয়েছে। আর বিশ্লেষকরা বলছেন, ঋণ দেয়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতার কারণেই এমন পরিণতি। ভবিষ্যতের বিপর্যয় ঠেকাতে ব্যাংক ঋণের গুণগত মানের বিষয়ে এখনই কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক হওয়া উচিত মনে করছেন তারা। বেসরকারী ফার্মার্স ব্যাংক লিমিটেড। যাত্রা শুরুর ৫ বছর না পেরুতেই ব্যাংকটি মুনাফার পরিবর্তে ১৩ কোটি টাকারও বেশি নিট লোকসান করেছে। আর এমনটা হয়েছে ব্যাংকটির খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৩৮ কোটি টাকা মূলধন সংরক্ষণ করার কারণেই। শুধু তাই নয়, কু-ঋণের কারণে ব্যাংকটির সম্পদ ও মূলধনের বিপরীতে আয় দুটোই কমেছে। একই অবস্থা সোনালী, কৃষি, বাংলাদেশ কমার্স ও আইসিবি ইসলামিক ব্যাংকের। সরকারী ও বেসরকারী এমন কিছু ব্যাংকের কু-ঋণ বেড়ে যাওয়ায় জুন শেষে গত বছরের তুলনায় সার্বিকভাবে ব্যাংক খাতের নিট মুনাফা কমেছে ৮৯৬ কোটি টাকা। কিছু ব্যাংক ব্যাপক মুনাফাও করেছে। মূলধনের ১০ শতাংশের বেশি মুনাফা করেছে ১৩টি ব্যাংক।
×