ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে মেঘনা লাইফ

প্রকাশিত: ০৪:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে মেঘনা লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৫ লাখ শেয়ার কিনবে। এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে। উল্লেখ্য, কর্ণফুলী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৫.৭২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৬৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৯.৫৬ শতাংশ শেয়ার আছে। -অর্থনৈতিক রিপোর্টার ওয়েস্টার্ন মেরিনের পরিচালনা পর্ষদের সভা স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অনিবার্য কারণে কোম্পানিটি পূর্বনির্ধারিত সভা স্থগিত করেছে। সভার নতুন তারিখ ও সময় কোম্পানিটি পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে। সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০১৬-মার্চ,২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, ওয়েস্টার্ন মেরিন ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×