ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিরোধী দলের সঙ্গে সংলাপে বসবেন মাদুরো

প্রকাশিত: ০৪:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বিরোধী দলের সঙ্গে সংলাপে বসবেন মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার বলেছেন, তার সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনায় বসার জন্য তার এ সম্মতিতে গত কয়েক মাসের মারাত্মক বিক্ষোভের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতি পরিবর্তনে নতুন পথের ক্ষীণ আভাষ পাওয়া যাচ্ছে। মাদুরো কারাকাসে মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ আকস্মিক ঘোষণা দেন। তিনি তার মন্ত্রীদের বলেন, তিনি ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ড্যানিলো মেডিনা ও সাবেক স্পেনিশ প্রধানমন্ত্রী জোস লুয়িস রড্রিগুয়েজ জাপাতেরোর মধ্যস্থতায় আলোচনায় বসতে সম্মত হবেন। -এএফপি ৯/১১ সন্ত্রাসী হামলার পুনঃতদন্তের দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ ৯/১১ সোমবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ৭৩ স্টিটে মোমবাতির প্রজ্বলনের মাধ্যমে শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সংগঠনের প্রেসিডেন্ট শাহ এস হক সাইদ, ভাইস প্রসিডেন্ট, বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ১৬ বছর আগের এই হামলার পুনঃতদন্তের দাবি করেন। পাশাপাশি বর্মার চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ^ বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই আঘাত কখনও ভোলার নয়। আহত ও নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে কেনডেল প্রেয়ারে স্মরণ সভাটি সমাপ্ত করা হয়। আরও আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, কোষাধ্যক্ষ আবুল হায়াত, নির্বাহী সদস্য শিপন, সবির হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×