ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি তুরস্কের

প্রকাশিত: ০৪:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি তুরস্কের

তুরস্ক নিজেদের আকাশ সীমার সুরক্ষায় রাশিয়ার কাছ থেকে বিতর্কিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কিনতে চুক্তি সই করেছে। বিবিসি। রুশ কর্তৃপক্ষ জানায়, এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এবং লক্ষ্যবস্তুকে অনুসরণ করে আঘাত হানতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনের সামরিক উপদেষ্টা ভ¬াদিমির কোজিন বলেন, তুরস্কের সঙ্গে এস-৪০০ চুক্তি ‘আমাদের কৌশলগত স্বার্থের জন্য উপযোগী। ‘এই প্রেক্ষাপটে কয়েকটি পশ্চিমা দেশ যারা তুরস্কের ওপর চাপ প্রয়োগ করতে চাইছে তাদের প্রতিক্রিয়া কি হবে সেটা যে কেউ সহজেই বুঝতে পারবে। চুক্তি আনুযায়ী আঙ্কারা এরই মধ্যে অর্থ পরিশোধ করেছে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোগান। যা প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে অবনতির পর তুরস্ক দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইছে। যদিও ২০১৫ সালে সিরিয়া-তুরস্ক সীমান্তে তুর্কি জঙ্গীবিমান থেকে গুলি করে রাশিয়ার একটি যুদ্ধ বিমান ভূপতিত করা হয়। এ ঘটনার পর ওই বছর ডিসেম্বরে সিরিয়ার লাতাকিয়ায় নিজেদের বিমান ঘাঁটির কাছে এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাশিয়া।
×