ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ভেটো দেবে চীন ও রাশিয়া

প্রকাশিত: ০৩:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ভেটো দেবে চীন ও রাশিয়া

যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ গ্রহণ করলে চীন ও রাশিয়া তার বিরুদ্ধে ভেটো দেবে বলে দেশ দুটি ইসলামাবাদকে আশ্বস্ত করেছে। নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত এই তথ্য পাকিস্তানী দৈনিক ডেইলি এক্সপ্রেস জানায়। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প তার নতুন আফগান নীতি ঘোষণা করার পর ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও মসৃণ সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের এই নতুন আফগান নীতি ঘোষণার পটভূমিকায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবান ও অন্যান্য জঙ্গীদলকে আশ্রয়-প্রশ্রয়দানের অভিযোগ আনা হয়। এর আগে থেকেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের জন্য আর্থিক ও সামরিক সাহায্য বরাদ্দ করার ক্ষেত্রে সেদেশে হাক্কানি জঙ্গী গোষ্ঠীর তৎপরতা বন্ধের শর্ত আরোপ করেছিল। শুধু তাই নয়, মার্কিন প্রশাসন জঙ্গী গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র আছে এমন পাকিস্তানী কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছিল। এসবের প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী গত সোমবার যুক্তরাষ্ট্রকে এই মর্মে সতর্ক করে দেন যে, শুধু পাকিস্তানী কর্মকর্তাদের চিহ্নিত করে কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলে তা সেদেশের সন্ত্রাসের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে কোন কাজে আসবে না। রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে পাকিস্তানী প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি- আমাদের এই প্রচেষ্টার অবমূল্যায়ন করা হলে তাতে যুক্তরাষ্ট্রের তৎপরতাই ক্ষতিগ্রস্ত হবে। ইসলামাবাদভিত্তিক কূটনৈতিক সূত্রগুলো ডেইলি এক্সপ্রেসকে অবহিত করে, ওয়াশিংটনের গৃহীত নতুন আফগান নীতির মোকাবেলায় পাকিস্তানের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ, নিরাপত্তা কর্মকর্তা ও শীর্ষস্থানীয় সরকারী কর্মকর্তাগণ বিকল্প পথ ও কৌশলী পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছেন। এরই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, পাকিস্তান পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের উপর থেকে তার নির্ভরতা কমিয়ে আনবে এবং যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নতুন আফগান নীতি সম্পর্কে পাকিস্তানের যৌক্তিক উদ্বেগ দূর করার বিষয়ে ট্রাম্প প্রশাসন সম্মত না হচ্ছে ততদিন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে উচ্চ পর্যায়ের কোন ধরনের যোগাযোগ স্থাপন করা হবে না এবং কখনও এ ধরনের যোগাযোগ স্থাপিত হলে পাকিস্তানের কাঁধে নানা ধরনের দায়িত্ব পালনের ফরমাশ চাপিয়ে দেয়া থেকে বিরত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বলা হবে। পাক-আফগান সীমান্তে যৌথ টহলে রাজি পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসী বলেছেন, উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আফগানিস্তান সীমান্তে যৌথ টহল ব্যবস্থা চালু করতে সম্মত রয়েছে ইসলামাবাদ। রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, পাক-আফগান অভিন্ন সীমান্তে যৌথ টহল চালু করতে এবং যৌথ নিরাপত্তা চৌকি স্থাপনে সম্মত রয়েছে তার দেশ।
×