ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ডিজিটাল ওয়ার্ল্ড’ সফল করতে কূটনীতিকদের সহযোগিতা কামনা

প্রকাশিত: ০৮:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৭

‘ডিজিটাল ওয়ার্ল্ড’ সফল করতে কূটনীতিকদের সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার ॥ ডিসেম্বরে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ সফল করতে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ‘এম্বাসেডরস্ নাইট’ এ তারা এই আহ্বান জানান। অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্ল্যাকেন, ভুটানের রাষ্ট্রদূত সোনাম তাদেন রাবগি, ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেন্সো, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিয়ং-ডো, পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, আইসিটি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, যুক্তরাষ্ট্রের শার্জ দ্যা এ্যাফেয়ার্স এদোয়ার্দো গার্সিয়া, ইউরোপীয় ইউনিয়নের শার্জ দ্যা এ্যাফেয়ার্স অব ডেলিগেশন কনস্টানটিনোস ভার্ডাকিস, নেদারল্যান্ডের মিশন উপ-প্রধান জেরোয়েন স্টিগস্, বেসিস সভাপতি মোস্তফা জব্বার, এটুআই পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দেশীয় ব্যবসায়িক সংগঠনগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ডিসেম্বরের ৬ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া চার দিন ব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ হলো দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি প্রদর্শনী।
×