ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুচিকে ইউনূস

কী অবস্থা এসে দেখে যান

প্রকাশিত: ০৭:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

কী অবস্থা এসে দেখে যান

বিডিনিউজ ॥ মিয়ানমারের রাখাইনে দ্রুত শান্তি প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়ে এর সূচনা হিসেবে দেশটির নেত্রী আউং সান সুচিকে বাংলাদেশে এসে শরণার্থী শিবিরগুলো পরিদর্শনের আহ্বান জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার এক বিবৃতিতে শান্তিতে নোবেলজয়ী প্রতিবেশী দেশটির নেত্রীর প্রতি এ আহ্বান রাখলেন একই পুরস্কারজয়ী এই বাংলাদেশী। বিবৃতিতে ইউনূস বলেন, তিনি (সুচি) শরণার্থীদের এই বলে আশ্বস্ত করতে পারেন যে, মিয়ানমার যেমন তার দেশ, এটা শরণার্থীদেরও নিজেদের দেশ; তিনি তাদের ফিরিয়ে নিতে এসেছেন। আউং সান সুচির এ ধরনের একটি সফর ও বক্তব্য পুরো পরিস্থিতিই শান্ত করে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। দশকের পর দশক নির্যাতন সইয়ে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল থাকা সুচির প্রতি প্রত্যাশা জানিয়ে মুহাম্মদ ইউনূস বলছেন, তিনি নিশ্চয়ই এমন একটি নতুন মিয়ানমার গড়ে তুলতে চান, যেখানে কোন ধরনের বৈষম্য থাকবে না- জাতিগত, ধর্মীয়, ভাষাগত বা সাংস্কৃতিক। একে গড়ে উঠতে হবে মানুষের অধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে। তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময়টা এখন তার সামনে। তিনি কোন পথে যাবেন- শান্তি ও বন্ধুত্বের, নাকি ঘৃণা ও সংঘর্ষের, তা বেছে নেবার ঐতিহাসিক মুহূর্ত এটাই। রাখাইন সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ইউনূস। রোহিঙ্গা সঙ্কট নিয়ে মুহাম্মদ ইউনূস কথা বলছেন না বলে সরকারের এক মন্ত্রীর বক্তব্যের কয়েক ঘণ্টা পর ইউনূস সেন্টারের এই বিবৃতি এলো। রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে পদক্ষেপ চেয়ে গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্দেশে পাঠানো খোলা চিঠির কথাও বিবৃতিতে উল্লেখ করেছেন ইউনূস।
×