ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাগরে ফিরে গেল হাঙ্গর...

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭

সাগরে ফিরে গেল হাঙ্গর...

অস্ট্রেলিয়ার সিডনি সৈকতে গ্রেট হোয়াইট প্রজাতির একটি হাঙ্গরের বাচ্চাকে অবমুক্ত করা হয়েছে। হাঙ্গরটি ‘ফ্লুফি’ নামে পরিচিত ছিল। এক দশমিক পাঁচ মিটার (চার দশমিক নয় ফুট) লম্বা হাঙ্গরটি সমুদ্রের পানির তোড়ে মঙ্গলবার সৈকতে উঠে আসে। অস্ট্রেলিয়ার সৈকতগুলোতে প্রায়ই এক থেকে চার বছর বয়সী হাঙ্গর দিক ভুল করে ভেসে আসে। -এএফপি ডাকা প্রোগ্রামের পক্ষে যুক্তরাষ্ট্রে চার অঙ্গরাজ্য সোমবার অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা কর্মসূচীর বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। যে সকল অভিবাসী শিশু হিসেবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছে তাদের উচ্ছেদ স্থগিতাদেশ বাতিলের জন্য ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে এ মামলা হয়েছে। ক্যালিফোর্নিয়া, মেইন, ম্যারিল্যান্ড ও মিনেসোটা অঙ্গরাজ্যের এ্যাটর্নি জেনারেলরা ক্যালিফোর্নিয়ায় এক ফেডারেল কোর্টে একটি যৌথ মামলা দায়ের করেন। ১৫ অঙ্গরাজ্যের একটি জোট গত সপ্তাহে একই সিদ্ধান্ত গ্রহণের পর এ মামলাটি দায়ের করা হয়। -এএফপি
×