ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা প্রাধান্য পাবে

শিনজো আবে ভারত সফরে আসছেন আজ

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

শিনজো আবে ভারত সফরে আসছেন আজ

দোকলাম নিয়ে চীনের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে সীমান্তসহ সব প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে জাপানের হাত ধরেছে ভারত। আজ বুধবার তিনদিনের সফরে গুজরাটে আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এই সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আবের সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে এক ধাপে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক চুক্তি স্বাক্ষর হবে। পাশাপাশি বেসামরিক পরমাণু ক্ষেত্রে জাপানী সহযোগিতাও গুরুত্ব পাবে। এশিয়ায় শক্তি সমীকরণের প্রশ্নে চীনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধতে চেষ্টা করছে জাপান। -আনন্দবাজার
×