ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জঙ্গী হামলার চেষ্টা নস্যাত

প্রকাশিত: ০৫:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৭

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জঙ্গী হামলার চেষ্টা নস্যাত

সৌদি আরব বলছে, তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইসলামিক স্টেট জঙ্গীদের একটি হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে। বিবিসি। একজন সৌদি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজন ইয়েমেনী নাগরিক এবং দুই সৌদি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ওই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তারকৃতরা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের কাছে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। সম্প্রতি সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে গুলি ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটিয়েছে ইসলামিক স্টেট জঙ্গীগোষ্ঠী। বার্তা সংস্থা এসপিএকে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ এই হামলা নস্যাত করা সম্ভব হয়েছে। অন্যদিকে অপর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, সন্দেহভাজন ব্যক্তিরা মুসলিম ব্রাদারহুডের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখত এবং গুপ্তরচরবৃত্তির সঙ্গেও তারা যুক্ত ছিল। এখানে উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করে রিয়াদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে একজন নিরাপত্তা কর্মকর্তা যে তথ্য দিয়েছেন এবং নিরাপত্তা বিভাগের যে সূত্র রয়টার্সকে যে খবর দিয়েছে তা সম্পর্কিত খবর কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
×