ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডায় অর্ধেকের বেশি মানুষ বিদ্যুত বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ফ্লোরিডায় অর্ধেকের বেশি মানুষ বিদ্যুত বিচ্ছিন্ন

হারিকেন ইরমার ধাক্কা সামলে বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দারা। ফ্লোরিডার অর্ধেকেরও বেশি বাসিন্দাকে বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় ফেলে রেখে সোমবার যুক্তরাষ্ট্রের আরও ভেতরের দিকে এগিয়ে গেছে অপেক্ষাকৃত দুর্বল ঝড়ে পরিণত হওয়া ইরমা। ওয়েবসাইট। এর তাণ্ডবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ বিদুতহীন অবস্থায় রয়েছে। ঝড়টির প্রভাবে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে জ্যাকসনভিল, জর্জিয়া অঙ্গরাজ্যের উপকূল থেকে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শহরগুলোর অসংখ্য সড়ক পানিতে তলিয়ে গেছে। মৌসুমি ঝড়ে পরিণত হওয়ার আগে ইরমা গত এক শতাব্দীর মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী হারিকেন। কিউবায় আঘাত হেনে কিছুটা দুর্বল হয়ে পড়া ইরমা রবিবার ‘ফ্লোরিডা কি’ নামে পরিচিত ফ্লোরিডা উপকূলের বিভিন্ন দ্বীপে আঘাত হানে। এরপর ফ্লোরিডার পশ্চিম উপকূল ধরে উত্তর দিক বরাবর এগিয়ে গিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করে। এর তাণ্ডবে যুক্তরাষ্ট্রের তৃতীয় জনবহুল রাজ্য ফ্লোরিডার অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ফ্লোরিডার গবর্নর রিক স্কট জানিয়েছেন, চার মাত্রার ঝড় হিসেবে আঘাত হানা ইরমা সবচেয়ে বেশি ক্ষতি করেছে ফ্লোরিডা কি দ্বীপপুঞ্জ এবং সেখানকার রিসর্টগুলোর। সেগুলো বিধ্বস্ত হয়ে গেছে, আমরা যা দেখেছি তা ভীতিকর, সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেন গবর্নর। ঝড়ের ধাক্কায় দ্বীপগুলোতে অবস্থানরত প্রায় প্রতিটি মোবাইল-হোম উল্টে পড়েছে বলেও জানান তিনি। ঝড় চলে যাওয়ার পরও দ্বীপগুলোর স্থানীয় বাসিন্দাদের বাড়ি ফিরতে অনুমতি না দেয়ায় কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝেড়েছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কমবেশি প্রায় ১০ হাজার বাসিন্দা এখনও দ্বীপগুলোতে অবরুদ্ধ অবস্থায় পড়ে আছে, তাদেরও সরিয়ে নিতে হবে। ওই দ্বীপগুলো কবে পর্যটক ও বাসিন্দাদের জন্য খুলে দেয়া হবে তা ঠিক হয়নি। ইরমার সবেচেয়ে মারাত্মক আঘাতের সাক্ষী না হলেও মিয়ামি শহরকেও ইরামার মাসুল গুনতে হয়েছে।
×