ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানের বিপক্ষে লড়তে প্রস্তুত কৃষ্ণারা

প্রকাশিত: ০৫:৪০, ১৩ সেপ্টেম্বর ২০১৭

জাপানের বিপক্ষে লড়তে প্রস্তুত কৃষ্ণারা

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে তারা শোচনীয়ভাবে হেরেছে ০-৯ গোলে। দ্বিতীয় ম্যাচে আগামী ১৪ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে জাপানের। প্রথম ম্যাচে হার এবং দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘উত্তর কোরিয়া খুবই শক্তিশালী দল। সব ধরনের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপেই তারা বিশ্বচ্যাম্পিয়ন। সোমবারের ম্যাচে আমাদের কিছু খেলোয়াড় তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। তাছাড়া আমাদের গোলরক্ষক বেশকিছু ভুল করেছে ম্যাচে। নয়তো আমরা ৪ থেকে ৫টি গোল কম হজম করতাম। পরের ম্যাচে আমাদের প্রতিপক্ষ জাপান। তারাও অনেক শক্তিধর প্রতিপক্ষ। আশা করি আমাদের খেলোয়াড়রা তাদের বিপক্ষে সেরা খেলাটাই খেলবে। তারা শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ তৈরি আছে।’ ছোটন আরও বলেন, ‘এখন আমাদের খেলোয়াড়রা সবাই উপলব্ধি করতে পারছে বিশ্ব ফুটবল কতটা কঠিন। এই আসরে খেলাটা আমাদের অনেক সাহায্য করবে পরবর্তীতে আমাদের ফুটবলের ভবিষ্যত-গতিপ্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে।’ সুব্রত মুখার্জি কাপ
×