ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ

তিন ফরমেটেই অধিনায়ক ডুপ্লেসিস

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

তিন ফরমেটেই অধিনায়ক ডুপ্লেসিস

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে টি২০ দিয়ে প্রথম দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের নেতৃত্বের স্বাদ পেয়েছিলেন ফ্যাফ ডুপ্লেসিস। এরপর গত বছররের শেষদিকে এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে টেস্টের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হন। দীর্ঘ পরিসরে এবির ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হলে পরবর্তীতে সাদা পোশাকেও পূর্ণাঙ্গ দায়িত্ব পান ফ্যাফ। বাকি ছিল কেবল ওয়ানডে। এবার সেটিও হয়ে গেল। ঘরের মটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ফরমেটেই প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী এ প্রিটোরিয়া ব্যাটসম্যান। এর মধ্য দিয়ে পরিপূর্ণভাবে ডুপ্লেসিস যুগে প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট। এখনও দল ঘোষণা না করলেও দেশটির ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক বিবৃতিতে অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে পাকিস্তানে আলোচিত বিশ্ব একাদশকে নেতৃত্বে দিচ্ছেন ডুপ্লেসিস। নিজেদের মাটিতে বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি২০ খেলবে শক্তিধর প্রোটিয়ারা। ২৮ সেপ্টেম্বর পচেষ্টফ্রমে প্রথম টেস্ট দিয়ে শুরু ময়দানী লাড়াই। বাংলাদেশ সিরিজের আগে হঠাৎই টেস্ট প্রত্যাবর্তনের ইঙ্গিতে চমক দিয়েছেন বড় তারকা এবি ডি ভিলিয়ার্স। ইনজুরি কাটিয়ে ফিরার আগ্রহ প্রকাশ করেছেন দুর্ধর্ষ পেসার ডেল স্টেইনও। তিন ফরমেটে ডুপ্লেসিসের অধিনায়কত্ব পাওয়াটা এলো আরও বড় চমক হয়ে। ফ্যাফ এ পর্যন্ত প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন ১৪ টেস্টে এবং ৩২ টি২০তে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বিবৃতি, আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন ডুপ্লেসিস। প্রোটিয়া এই ক্রিকেটার ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে টি২০ দলের এবং গত বছরের আগস্ট থেকে টেস্ট দলের দায়িত্ব সামলাচ্ছেন। ফলে তিন ফরমেটের পুরো অধিনায়কের ভারটা শুরু করবেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চার টেস্ট খেলবে স্বাগতিকরা। মূলত তিন ফরমেটে ডুপ্লেসিস কাজের চাপ নেয়াতেই নির্ভার হয়ে টেস্টে ফিরছেন তারকা উইলোবাজ ডি ভিলিয়ার্স। গত বছরের জানুয়ারি থেকে সাদা পোশাকে কোন টেস্ট খেলেননি ডি ভিলিয়ার্স। তাই এক পর্যায়ে মনে হচ্ছিল হয়তো টেস্টকে বিদায় বলবেন তুখোড় প্রোটিয়া তারকা। যদিও আচমকা বাংলাদেশ সফরের আগে টেস্ট দলে ফেরার ঘোষণা দেন তিনি। এর ফলে টেস্টে তাদের ব্যাটিং লাইনআপে বিদ্যমান দৈন্যদশার কিছুটা হলেও উন্নতি হবে। ওদিকে বাংলাদেশের বিপক্ষেই টেস্টে ফেরার আশায় ডেল স্টেইন। ১০ মাস ধরে খেলার বাইরে রয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার। গত নবেম্বেের অস্ট্রেলিয়া সফরে কাঁধের হাড় ভেঙ্গে গিয়েছিল। এরপর একমাস আগে সুস্থ হওয়ার খবর দেন ইনস্টাগ্রামে। তাই আসন্ন বাংলাদেশ সিরিজে ফিরতে একভাবে সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন প্রোটিয়াদের এই গতি তারকা। তবে টেস্ট দলে জায়গা পেতে হলে আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে ডেল স্টেইনকে। নির্বাচক বোর্ডের গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা জানিয়েছেন, খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষায় ভাল করে তবেই দলে জায়গা করে নিতে হবে। তবু স্টেইনের বিষয়টি ভাবনায় রাখতেই হবে ম্যানেজমেন্টকে। কারণ টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর ৫ উইকেট দূরে রয়েছেন তিনি। বাংলাদেশে সিরিজের জন্য শুক্রবার টেস্ট দল ঘোষণা করবে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
×