ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক পরিবারের চার পরিচালক থাকার বিধান রেখে সংসদে ব্যাংক সংশোধনী বিল

প্রকাশিত: ০৫:০৮, ১৩ সেপ্টেম্বর ২০১৭

এক পরিবারের চার পরিচালক থাকার বিধান রেখে সংসদে ব্যাংক সংশোধনী বিল

সংসদ রিপোর্টার ॥ ব্যাংক পরিচালনায় একই পরিবারের দু’জন পরিচালকের স্থলে চারজন পরিচালক থাকার বিধান যুক্ত করে বিদ্যমান ব্যাংক-কোম্পানি আইন সংশোধন বিল সংসদে উত্থাপিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে ব্যাংক-কোম্পানি (সংশোধনী) বিল-২০১৭ উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বিলটি উত্থাপনের বিরোধিতা করলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলটির বিরোধিতা করে জাতীয় পার্টির ফখরুল ইমামের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক পরিচালিত হয় কোম্পানি আইনে। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০১৭ পর্যন্ত এই ১৭ বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। অকল্পনীয় পরিবর্তন বলা যেতে পারে। কত অঙ্কের টাকা বিশাল বা কত অঙ্কের টাকা ছোট সেই হিসাব এখন বদলে গেছে। তিনি বলেন, আগে একটি ব্যাংক করতে মূলধন লাগতো মাত্র ৮ কোটি টাকা, এখন লাগে ৪শ’ কোটি টাকা। আর আগেও ব্যাংক পরিচালিত হতো পারিবারিক উদ্যোক্তাদের দিয়েই। কারণ ব্যাংক পরিচালনা করতে উদ্যোক্তাদের বিশেষ ভূমিকা থাকে। প্রস্তাবিত বিলে তিনটি সংশোধনী আনা হয়েছে। পরিচালকরা ধারাবাহিকভাবে টানা নয় বছর পরিচালক পদে থাকতে পারবেন বলে বিধান রাখা হয়েছে। এছাড়া এই বিলে ব্যাংকের প্রথম পর্ষদের মেয়াদ এক বছরের বিদ্যমান বিধান এবং প্রতিবছর এক-তৃতীয়াংশ পরিচালকের পদত্যাগের বাধ্যবাধকতাও তুলে দেয়ার প্রস্তাব করা হয়েছে। আগে কোন ব্যক্তি কোন ব্যাংক-কোম্পানির পরিচালক পদে একাধিক্রমে নয় বছরের বেশি থাকতে পারবেন না বলে একটি ধারা ছিল। সেখানে বলা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর অতিবাহিত না হলে তিনি উক্ত ব্যাংক-কোম্পানির পরিচালক পদে পুনঃনিযুক্ত হবার যোগ্য হবেন না। উত্থাপিত বিলে সেই ধারা উঠিয়ে দেয়ারও প্রস্তাব করা হয়েছে। বিএসইসির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বার্ষিক প্রতিবেদন- ২০১৫-১৬ উপস্থাপন করেছেন।
×