ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তোফা-তহুরার জন্য নানার বাড়িতে সোলার প্যানেল

প্রকাশিত: ০৫:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭

তোফা-তহুরার জন্য নানার বাড়িতে সোলার প্যানেল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ সেপ্টেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলার কাঁশদহ গ্রামে তোফা ও তহুরার নানা শহীদ মিয়ার বাড়িতে মঙ্গলবার সৌরবিদ্যুত লাগানো হয়েছে। বেসরকারী সংগঠন ফ্রেন্ডশিপের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া মঙ্গলবার সকালে তোফা ও তহুরার নানার বাড়িতে ইলেক্ট্রিক ফ্যান ও বাল্ব নিয়ে গিয়ে সৌরবিদ্যুতের সংযোগ লাগিয়ে দেন। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নানার বাড়িতে শাহিদা ও রাজু মিয়ার ঘরে কোমরে জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে তোফা ও তহুরা। গত ১ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোমরে জোড়া লাগানো তোফা-তহুরাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। সোমবার রাতে তারা সুন্দরগঞ্জের কাঁশদহ গ্রামে নানার বাড়িতে ফেরে। ওই গ্রামে বিদ্যুত সংযোগ না থাকায় গরমে তোফা-তহুরা অনেক কষ্ট পাচ্ছিল। একই দিন বিকেলে তোফা-তহুরাকে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল স্বাগত জানাতে গেলে বিষয়টি জানতে পারেন। তিনি ওই সময় কাঁশদহ গ্রামে বিদ্যুত সংযোগ দেয়ার আশ্বাস দেন এবং সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সৌরবিদ্যুত সংযোগ দেয়ার কথা বলেন।
×