ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ফেসবুকভিত্তিক শিল্প-সাহিত্যের প্ল্যাটফর্ম পেন্সিলের বর্ষপূর্তি প্রদর্শনী

প্রকাশিত: ০৫:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ফেসবুকভিত্তিক শিল্প-সাহিত্যের প্ল্যাটফর্ম পেন্সিলের বর্ষপূর্তি প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বহুমাত্রিক কর্মকা-ে বিস্তৃত এখন সামাজিক যোগাযোগ্য মাধ্যম ফেসবুক। শুধুই ছবি বা মন্তব্যনির্ভর আত্মপ্রচারের বাইরে সেই কর্মপ্রবাহে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে শিল্প-সাহিত্যভিত্তিক সৃজনশীলতা। ফেসবুকভিত্তিক শিল্প-সাহিত্য আশ্রয়ী তেমনই এক অনলাইন প্ল্যাটফর্ম পেন্সিল। শুদ্ধ শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে নান্দনিক কিছু সৃষ্টির তাগিদে এক বছর গড়ে উঠেছিল এই প্ল্যাটফর্ম। নানা মতাদর্শের লেখিয়ে ও আঁকিয়েরা অন্তর্জালের এই দুনিয়ায় ছড়িয়েছেন তাদের সৃজনশীলতার সম্ভার। পাশাপাশি উপস্থাপিত হয়েছে দর্শকের নজরকাড়া ক্যামেরাবন্দী নানা বিষয়ের আলোকচিত্র। সেই সৃষ্টিশীলতার স্রোতধারায় পেন্সিল গ্রুপ পদার্পণ করল এক বছরে। এ উপলক্ষে মঙ্গলবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে থেকে শুরু হলো পেন্সিলের বর্ষপূর্তির প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর শিরোনাম ‘পেন্সিল বর্ষপূর্তি ’১৭ : জীবনের যত রঙ’। মঙ্গলবার বিকেলে একাডেমির চিত্রশালার সামনের উন্মুক্ত আঙিনায় প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতার আয়োজন করে পেন্সিল ফাউন্ডেশন। অতিথি হিসেবে উদ্বোধনী আলোচনায় অংশ নেন বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান, পাঠকনন্দিত প্রখ্যাত কবি হেলাল হাফিজ ও বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন। প্রদর্শনীর উদ্বোধনের এ অনুষ্ঠানে ‘তবু কবিতায় বলে দিয়েছি’ শীর্ষক পেন্সিলের প্রথম আবৃত্তির এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এই সংকলনে যূথবদ্ধ হয়েছেন পেন্সিলের কবি ও আবৃত্তিশিল্পীরা। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে পেন্সিলের আলোকচিত্রীদের তোলা বহুমাত্রিক বিষয়ের আলোকচিত্র। চিত্রকরদের আঁকা চিত্রকর্মে উদ্ভাসিত হয়েছে প্রকৃতি ও জীবনের কথা। রেখা ও রঙের আলিঙ্গনে ক্যানভাসে মূর্ত হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনচিত্র। নয়নজুড়ানো চিত্রকর্ম ও আলোকচিত্রের সম্মিলনে চিত্রশালার ৬ নম্বর গ্যালারিটি পেয়েছে বৈভবময়তা। বিস্তৃত প্রদর্শনালয়ে বহুমাত্রিক ভাবনাতাড়িত তিন শতাধিক চিত্রকর্ম ও আলোকচিত্র দর্শকের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা। ছবি কিংবা চিত্রকর্ম দেখতে আসা দর্শকের মন রাঙাতে গ্যালারিতে রাখা হয়েছে যন্ত্রসঙ্গীতের পরিবেশনা। সেই সঙ্গে অনুরাগী পাঠকদের জন্য উপস্থাপিত হচ্ছে পেন্সিল সদস্যদের লেখা বেশ কিছু বই। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। স্বপ্নদলের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ৫৪তম মঞ্চায়ন নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত নাটকটির ৫৪তম মঞ্চায়ন হলো মঙ্গলবার। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি চিত্রাঙ্গদার গবেষণাগার নাট্যরীতিতে প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবিরূপে রচিত কাব্যনাট্য চিত্রাঙ্গদা। নাট্যকাহিনীতে উপস্থাপিত হয়েছে মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচার্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবারে যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন ও পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয় চিত্রাঙ্গদা। বার্তা দিয়ে যায়, বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যাবান নারী-পুরুষের চারিত্রশক্তি ও আত্মার স্থায়ী পরিচয়। নাটকটির বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, রানা, সামাদ, জেবু, তানভীর, সম্রাট, ঊষা, তানিয়া, শাওন, অপু, সুমাইয়া, বিপুল, আলী, অনিন্দ্য, বিমল প্রমুখ। আদি যাত্রাশিল্প বাঁচাতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান ॥ বাংলাদেশের আদি লোকজ সংস্কৃতি বাঁচাতে সুস্থ ও স্বচ্ছ যাত্রাপালা প্রদর্শনীতে সহজশর্তে সরকারী অনুমতির দাবিতে মঙ্গলবার দুপুরে নগরীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শিল্পী পরিষদের আয়োজন দুপুর সাড়ে বারোটায় সদর রোডে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তাদের নয়টি দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান করেন। দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতি আসাদুজ্জামান হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি এমএ হাদি, সাধারণ সম্পাদক মনোয়ার খান, সিনিয়র সহসভাপতি আলমগীর মোল্লা প্রমুখ।
×