ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাহিদার শীর্ষে বড় ডিপযুক্ত ফ্রস্ট ফ্রিজ

প্রকাশিত: ০৪:৫০, ১৩ সেপ্টেম্বর ২০১৭

চাহিদার শীর্ষে বড় ডিপযুক্ত ফ্রস্ট ফ্রিজ

কোরবানির গোশ্্ত সংরক্ষণের জন্য গত ঈদ-উল-আযহায় ব্যাপক পরিমাণে বিক্রি হয়েছে ডিপ ফ্রিজ। মূলত ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির নন-ফ্রস্ট ও রুচিশীল ডিজাইনের টেম্পারড গ্লাস ডোর রেফ্রিজারেটরের প্রতি ক্রেতাদের আকর্ষণ ছিল বেশি। বাজারে এই ফ্রিজের চাহিদা সবচেয়ে বেশি ওয়ালটনের। বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকরা জানিয়েছেন, এই ফ্রিজ গত ঈদের আগে বিক্রি হয়েছে ব্যাপকহারে। ফলে বিক্রির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন ফ্রিজের এই ব্যাপক চাহিদার পেছনে কাজ করেছে বেশ কিছু বিষয়। এরমধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্য, গুণগত উচ্চমান, ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ব্যবহার এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা। সেই সঙ্গে দেয়া হয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়। এনার্জি রেটিং এ ওয়ালটন ফ্রিজ পেয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার রেটিং।এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দেয়া হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার নওগাঁয় অগ্রণী ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং শাখা’র উদ্বোধন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলার শৈলগাছী বাজারে ‘অগ্রণী দুয়ার ব্যাংকিং’ কার্যক্রমের আওতায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও নওগাঁ শাখাপ্রধান বাবলু মুহরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক ও নওগাঁ অঞ্চলপ্রধান মোঃ শহীদুল্লাহ, দুয়ার সার্ভিসেস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোঃ বনি তাসনিম ইবনে রাজ্জাক, এসপিও রাশেদুল ইসলাম, এজেন্ট শাখার ব্যবস্থাপক মোছাঃ জান্নাতুল ফেরদৌস আশা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল গফুর।-নিজস্ব সংবাদদাতা, নওগাঁ
×