ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ালটনের অনলাইন এবং ট্রাভেলিংসার্ভিস চালু

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ওয়ালটনের অনলাইন এবং ট্রাভেলিংসার্ভিস চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ উচ্চমানের পণ্য প্রস্তুত ও বিক্রির পাশাপাশি দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবাকে অধিক গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। বিক্রয়োত্তর সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে নানা উদ্যোগ নিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বাড়ানো হয়েছে সার্ভিস পয়েন্টের সংখ্যা। পাইলট প্রজেক্ট হিসেবে রাজধানীসহ কয়েকটি জেলা শহরে চালু হয়েছে অনলাইনভিত্তিক ব্যতিক্রমী সেবা। প্রত্যন্ত অঞ্চলে অতিঅল্প সময়ে সেবা দিতে চালু হয়েছে ‘ট্রাভেলিং সার্ভিস পয়েন্ট’ নামে বিশেষ পরিবহন। জোরদার করা হয়েছে হোম সার্ভিস। গ্রাহকদের দ্রুত ও নিখুঁত সেবা পৌঁছে দিতে গত বছর ওয়ালটনের সার্ভিস সেন্টারের সংখ্যা ছিল ৬৫। চলতি বছর চালু হয়েছে আরও পাঁচটি নতুন পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার। পাইপলাইনে রয়েছে আরও দুটি সার্ভিস পয়েন্ট, যা চলতি বছরের মধ্যেই চালু হচ্ছে।
×